রাকিবুল রিফাত: [২] মঙ্গলবার পুলিশপ্রধান টিম গ্যানন ও গুলি ছোড়া নারী পুলিশ কর্মকর্তা কিম পটার দুজনই পদত্যাগ করেছেন। রয়র্টাস
[৩] রোববার দিন ২০ বছর বয়সী কৃষ্ণাঙ্গ তরুণ দান্তে রাইট পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনার পর বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়লে দুই দিনের মধ্যে পুলিশপ্রধান এবং গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তার পদত্যাগের ঘোষণা দিল। ব্রুকলিন সেন্টার শহরের মেয়র মাইক ইলিয়ট জানিয়েছেন টিম গ্যানন ও কিম পটারকে বরখাস্তের আবেদন জানিয়ে একটি প্রস্তাব পাস করেছিল সিটি কাউন্সিল।
[৪] গত রোববার বিকেলে দান্তে রাইট ট্রাফিক আইন অমান্য করার পর পুলিশ তার গাড়ি থামায়। এ সময় পুলিশ জানতে পারে তার নামে আগে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। যখন পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায় তিনি তখন আবার গাড়ির মধ্যে ঢুকে পড়েন। এ সময় পুলিশ তার ওপর গুলি চালায়। এরপরও তিনি গাড়ি চালিয়ে কিছু দূর গিয়ে মারা যান। সম্পাদনা : রাশিদ