ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ১৪ কেজি।
দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মহম্মদ আলী মৃধা জানান, মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে জেলে ইসহাক হালদার।
এ সময় তার জালে বিশাল আকৃতির এই কাতল মাছটি ধরা পড়ে। মাছটিকে স্থানীয় আনু খার আড়তে নিয়ে আসলে ডাকের মাধ্যমে ১৫০০ টাকা কেজি ধরে মোট ২১ হাজার টাকায় কিনে নিয়ে ১৬০০ টাকা কেজি ধরে মোট ২২ হাজার ৪০০ টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই বড় বড় আকৃতির মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে।সময়টিভি