শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০১:১১ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের সাথে মিল রেখে দেশের অনেক জেলায় আজ থেকেই রোজা পালন শুরু

নিউজ ডেস্ক: মির্জাখীল দরবার শরীফের মুখপাত্র মোহাম্মদ মাছউদুর রহমান বলেন, আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদীনা শরীফে তথা আরব বিশ্বে চাঁদ দেখার খবর পেয়ে মঙ্গলবার আমাদের প্রথম রোজা শুরু হচ্ছে।

সৌদি আরবের সাথে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে রোজা। দীর্ঘ ২০০ বছর ধরে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা আরব দেশের সাথে মিল রেখে একদিন আগে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

মির্জাখীল দরবার শরীফের মুখপাত্র মোহাম্মদ মাছউদুর রহমান বলেন, আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদীনা শরীফে তথা আরব বিশ্বে চাঁদ দেখার খবর পেয়ে মঙ্গলবার আমাদের প্রথম রোজা শুরু হচ্ছে।

মির্জাখীল দরবার সুত্র জানায়, মির্জাখীল দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন (ক.) এর প্রদর্শিত পথে সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতি, মনেয়াবাদ, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চুনতি ও চরম্বা, বাঁশখালী উপজেলার কালিপুর, জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমচড়া, পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ অর্ধ শতাধিক গ্রামের লক্ষাধিক অনুসারীগণ সোমবার দিবাগত রাতে সেহেরী খেয়ে মঙ্গলবার প্রথম রোজা পালন শুরু করবেন।

এছাড়া চট্টগ্রামের বোয়ালখালী, চন্দনাইশ, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, বান্দরবানের নাইক্ষংছড়ি, কক্সবাজারের টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, নোয়াখালী, চাদঁপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদি, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলা এবং ভারত, পাকিস্থান, মিয়ারমারসহ বিশ্বের বিভিন্ন দেশে যেখানে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছেন তারাও মঙ্গলবার থেকে প্রথম রোজা পালন করবেন। - বিজনেস স্টান্ডার্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়