শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৭:০১ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর থানাগুলোতে নিরাপত্তা জোরদার, বসলো মেশিনগান পোস্ট

ডেস্ক নিউজ: সোমবার রাজশাহী নগরীর ১২টি থানায় নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে।

রাজশাহীর বোয়ালিয়া, রাজপাড়া, মতিহারসহ নতুন সবগুলো থানাকেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজশাহী নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, সম্প্রতি দেশের বিভিন্নস্থানে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জের বিভিন্ন থানায় হেফাজতে ইসলাম তাণ্ডব চালাচ্ছে। থানায়ও হামলা চালাচ্ছে। রাজশাহীতেও এ ধরনের হামলার আশঙ্কা থেকেই নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে।

তিনি জানান, প্রতিটি চৌকিতে লাইট মেশিনগান (এলএমজি) নিয়ে পুলিশ সদস্যরা দায়িত্বে থাকবেন।

এদিকে থানাগুলোতে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা চালু করায় আশপাশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ বলছেন, থানা পুলিশই যদি নিরাপদ না হয় তাহলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কীভাবে? আবার অনেকেই বলছেন, এ ধরনের হামলার ঘটনা রাজশাহীতে ঘটার কোনো সুযোগ নেই। পুলিশ প্রশাসন সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে রাজশাহীতেও নিরাপত্তা সৃষ্টি করেছে।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নারায়ণগঞ্জসহ আরও কতগুলো্ থানায় এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সুত্র: সমকাল অনলাইন, বাংলাভিশন টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়