শিরোনাম
◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনারগাঁয়ে সহিসংতার ঘটনায় হেফাজতের ৪ নেতা গ্রেফতার

শাহ জালাল: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক এবং খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ আটকের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতার মামলার প্রধান আসামিসহ দলটির চার নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

র‌্যাবের হাতে গ্রেফতারকৃতরা হলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ সোনারগাঁও শাখার আমির ও মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন খাঁন ও উপজেলা খেলাফত মজলিশের সভাপতি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের (নিয়োগ বিহীন) ইমাম মাওলানা ইকবাল হোসেন, উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি শাহাজাহান শিবলী (৪৩) ও উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মোয়াজ্জেমসহ (৪৯) ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যা। এই মামলার প্রধান আসামি ইকবাল হোসেন।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ আদমজী ক্যাম্প র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গত রবিবার দুপুরে রাজধানীর জুরাইল এলাকার একটি মসজিদ থেকে মাওলানা মহিউদ্দিন খাঁন ও মাওলানা ইকবাল হোসেন ও তার দুই সহযোগীসহ ৪ জন গ্রেপ্তার করা হয়েছে। তবে মহিউদ্দিন খাঁনের পরিবার গত রবিবার গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন।

মাওলানা মহিউদ্দিন খাঁন, মাওলানা ইকবাল হোসেন ও হামছাদি মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান শিবলী ঢাকার জুরাইন মসজিদে তাদের মামলার জামিন সংক্রান্ত বিষয়ে এক মাওলানার সঙ্গে কথা বলতে যান। এর কিছুক্ষণ পর আইন শৃঙ্খলা বাহিনী তাদের মসজিদটিকে ঘিরে ফেলে। বর্তমানে গ্রেপ্তারকৃতরা র‌্যাব-১১ এর হেফাজতে রয়েছেন।

গত ৩ এপ্রিল সোনারগাঁও রয়েল রিসোর্টে এক নারীকে নিয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদেন হাতে অবরুদ্ধ হোন হেফাজত ইসলামের মহাসচিব মামুনুল হক। সেই ঘটনায় মামুনুল হকের সমর্থকরা রয়েল রিসোর্টে ভেতরে ঢুকে পুলিশের উপর হামলা, পুলিশের গাড়ি ও রয়েল রিসোর্ট ব্যাপক ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে আসে। এরপর তারা আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়ীঘর, আওয়ামীলীগের পার্টি অফিস ভাংচুর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরুদ্ধ করে গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় ৭টি মামলা দায়ের করা হয়।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) খন্দকার তবিদুর রহমান তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়