শিরোনাম
◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিব-মোস্তাফিজ না থাকলেও প্রভাব পড়বে না: মমিনুল হক

রাহুল রাজ: [২] বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর দেশ সেরা পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়াই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এর অংশ হিসেবে দুটি টেস্ট ম্যাচ খেলতে সোমবার, ১২ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে মুমিনুল হকের দল। দলের দুই সেরা ক্রিকেটার সফরে না থাকলেও প্রভাব পড়বেনা বলে মনে করছেন টেস্ট অধিনায়ক মমিনুল হক। দলগত ভাবে ভাল পারফরম্যান্স করলে জয় সম্ভব বলে মনে করছেন তিনি।

[৩] শ্রীলঙ্কা সফরের আগে রোববার মিরপুরের সাংবাদিক বিভিন্ন প্রশ্নের জবাব দেন মমিনুল। সেখানে সাকিবের শূন্যতা নিয়ে প্রশ্ন উঠতেই মজা করেই উত্তর দিলেন মুমিনুল, ‘সাকিব ভাই, মোস্তাফিজ না থাকলে যে ফল আসবে এমন না। ক্রিকেটার তো আরও আছে। ওনাদের তো আর দশ-বারোটা হাত না। আমার কাছে মনে হয় না এটার কোনো প্রভাব পড়ে। আমরা দল হিসেবে খেলতে পারছি না। এই কারণেই ফল আসছে না।’

[৪] কিন্তু এক সাকিবের জায়গা যে চাইলেই পূরণ করা সম্ভব না। বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতায় সেটি আরও কঠিন। এবার যেমন সাকিবের জায়গায় নির্বাচকদের নিতে হয়েছে শুভাগত হোম চৌধুরীকে। যিনি সর্বশেষ টেস্ট খেলেছেন পাঁচ বছর আগে। তবে যারা সুযোগ পেয়েছেন তারা যদি ভাল এফোর্ট দিতে পারে তবে জয়ের আশাও দেখছেন টেস্ট কাপ্তান।

[৫] মমিনুল হক বলেন, আমি যদি ওইভাবে ফুল অ্যাফোর্ট দিয়ে খেলতে পারি। দেখেন ফলাফল পেছনে গিয়ে হয়েছে, ভবিষ্যৎ আপনি বলতে পারবেন না। বর্তমান দিনে আমরা যে পাঁচ দিন টেস্ট খেলবো, প্রতিটা দিন প্রতিটা সেশন যদি আমরা জিততে পারি ভালো খেলতে পারি তাহলে ফলাফল আমাদের দিকে আসবে। যদি খারাপ করি ফলাফলও আমাদের বিপক্ষে যাবে। তাই আগে থেকে বলে দেয়া কঠিন, কিভাবে হবে। আমার কাছে মনে হয় আমরা যদি একটা নির্দিষ্ট দিন ভেবে ভালো প্রস্তুতি নিয়ে টেস্ট ম্যাচ খেলতে পারি তাহলে ড্র’ও হতে পারে আবার ম্যাচ জিততেও পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়