শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৩:২৭ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হচ্ছে সাকিবের নতুন মিশন

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানের আইপিএল মিশন শুরু হচ্ছে রোববার। নিজের পুরনো দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার। গেল আসরে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া সুনীল নারাইনের জায়গায় একাদশে জায়গা হতে পারে সাকিবের-এমন খবর ভারতের গণমাধ্যমে। চেন্নাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে ১১ এপ্রিল। অবশেষে আবারো পার্পল-গোল্ড জার্সিতে মাঠে দেখা যাবে সাকিব আল হাসানকে।

সাকিব নাইটদের জন্য লাকি চার্ম। যে দু'বার শিরোপা জিতেছে কেকেআর, দলে ছিলেন মিস্টার সেভেনটি ফাইভ। শিরোপা জয়ের পথে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১৯ বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্সের পর, সাকিবকে নিয়ে প্রত্যাশার ব্যপ্তিও বেড়েছে।

মৌসুমের প্রথম ম্যাচে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। সাবেক দলের বিপক্ষে মাঠে প্রথম ম্যাচে সাকিব খেলবেন কিনা, এ নিয়ে সবারই আছে ব্যাপক আগ্রহ।

তবে ভারতের গণমাধ্যম বলছে সুনীল নারাইনের জায়গায় একাদশেই খেলবেন সাকিব। গেল মৌসুমটা ভালো কাটেনি ক্যারিবিয়ান নারাইনের। তাছাড়া চিদাম্বরমের স্লো উইকেটে কার্যকর হবে সাকিবের স্পিন বোলিং-ও।

সাকিব ছাড়া বাকি তিন বিদেশি মরগ্যান, আন্দ্রে রাসেল আর প্যাট কামিন্সকে নিয়ে একাদশ সাজাতে পারে কেকেআর। ওপেনিংয়ে থাকবেন যথারীতি শুভমান গিল ও রাহুল ত্রিপাঠি। আর চিদাম্বরমের উইকেটে খেলার অভিজ্ঞতা থেকে এগিয়ে থাকবেন হরভজন সিং।

কেকেআরের পূর্ণমেয়াদে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে বিশ্বকাপজয়ী ইংলিশ ক্রিকেটার ইয়ন মরগ্যানের। অভিষেকের শুরুটা জয় দিয়ে করতে চাইবেন মরগ্যান।

কেকেআরের মতো সাবেক চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ এবার মুখিয়ে আছে শিরোপা ফিরে পেতে। দলটার কোচ ট্রেভর বেইলিস কেকেআরেও ছিলেন ২০১২ থেকে ১৫ পর্যন্ত।

সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ফিটনেস নিয়ে কিছুটা শংকা থাকলেও প্রথম ম্যাচে মাঠে নামবেন তিনি। জনি বেয়ারস্টো, কেইন উইলিয়ামসন, রাশিদ খান ছাড়াও আছেন ভুবি-নাটরাজন- মানিশ পান্ডেরা। তাই বলাই যায় লড়াই হবে হাড্ডাহাড্ডি।

দু'দলের মুখোমুখি ১৯ দেখায় ১২ জয় কেকেআরের। আর হায়দ্রাবাদ জিতেছে ৭টিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়