শিরোনাম
◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে শ্রমিকদের শতভাগ মজুরির দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক সংহতি

শরীফ শাওন: [২] সরকার নতুন করে কঠিন লকডাউন চালু ও পোশাক কারখানা বন্ধ ঘোষণায় শ্রমিকদের জীবন বাঁচানো জরুরি বলছেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এবং সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু।

[৩] শনিবার যৌথ বিবৃতিতে তারা বলেন, মালিকপক্ষ যাতে শ্রমিকদের এক পয়সা বেতনও না কাটে বরং লকডাউনের বিপদকালে শতভাগ মজুরি নিশ্চিত করে সে বিষয়ে উদ্যোগ নিতে হবে।

[৪] শ্রমিক নেতারা জানান, করোনার দ্বিতীয় ঢেউয়েও পোশাক শ্রমিকরা শতভাগ জনবল নিয়ে কারখানা চালু রেখেছে। এসকল শ্রমিকসহ শ্রমজীবী মানুষরাই দেশের অর্থনীতি সচল রাখতে এবং বিকশিত করতে ভূমিকা রাখে। অথচ সরকার এবং মালিকপক্ষ তাদের জীবনের পূর্ণ দায়িত্ব নিতে অবহেলা করে।

[৫] শ্রমিকরা বিগত বছরের দুঃসহ স্মৃতি ও অভিজ্ঞতা ফেরত চায় না, জানিয়ে বলেন, লকডাউনে সরকারি-বেসরকারি কর্মকর্তারা কাজে না গিয়েও বেতনসহ সুযোগ সুবিধা পাবেন, কিন্তু শ্রমিকদের ক্ষেত্রে উল্টো অবস্থা, এমনটা এবার শ্রমিকরা মেনে নেবে না।

[৬] সরকারকে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গত বছর লকডাউনে বেতন কাটা, ছাঁটাই এবং লেঅফে শ্রমিকদের জীবন বিপর্যস্থ হয়েছে। কাজ হারিয়েছে সাড়ে ৩ লাখের বেশি শ্রমিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়