শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৮:৪২ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উদ্ধার হওয়া ১১৫ বছরের বৃদ্ধর খোঁজ নিলেন সিএমপি কমিশনার

রাজু চৌধুরী: [২] জরুরী সেবা নাম্বার ''৯৯৯' এ কল পেয়ে ১১৫ বছরের বৃদ্ধকে উদ্ধার করে বাসায় পৌঁছে দিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ থানা পুলিশ। পরে সেই বৃদ্ধার খোঁজ খবর নিলেন সিএমপি কমিশনার।

[৩] শুক্রবার পুলিশ জানায়, স্ত্রী, ছেলে এবং মেয়ের সঙ্গে বাকলিয়া থানাধীন নয়া মসজিদ এলাকায় মনার কলোনীতে বসবাস করেন ১১৫ বছরের বৃদ্ধ গোলাম রহমান। তিনি মাজার ভক্ত হওয়ার কারণে প্রায় সময় কাউকে কিছু না বলে মাজারে চলে যেতেন। গত বৃহস্পতিবার একইভাবে পরিবারের কাউকে কিছু না বলে বায়েজিদ থানাধীন শেরশাহ কলোনীর মাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন কিন্ত পথে বায়োজিদ থানাধীন আরেফিনগর এলাকার সড়কের পাশে ঘুমিয়ে পড়েন। এলাকার লোকজন বয়বৃদ্ধ লোকটিকে দেখে-৯৯৯ এ কল দিলে বায়েজিদ থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরে বাকলিয়া থানা পুলিশের সহায়তায় তাকে চাক্তাই নয়া মসজিদ এলাকায় মনার কলোনীতে তার মেয়ে রাবেয়া’র বাসায় পৌঁছে দেন।

[৪] বিষয়টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের গোচরে আসার সঙ্গে সঙ্গে বয়োবৃদ্ধ লোকটির স্বাস্থ্যের খোঁজ-খবর নেওয়ার জন্য এবং তার পাশে থাকার জন্য নির্দেশ প্রদান করেন।

[৫] এই ব্যাপারে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন বলেন, কমিশনার স্যারের নির্দেশক্রমে বয়োবৃদ্ধ গোলাম রহমান (১১৫) এর বাসায় যাই এবং তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিই। তাকে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি বলেও জানানও ওসি রুহুল আমিন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়