শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৪:৫০ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজী আহমদ পারভেজ: মামুনুলকাণ্ডে বিবাহিত পুরুষগণের জন্য সহিহ ই সলামি ও আইনানুগ রুমডেটিংয়ের প্রক্রিয়া

কাজী আহমদ পারভেজ: মামুনুলকাণ্ডে বিবাহিত পুরুষগণের জন্য সহিহ ইসলামি ও আইনানুগ রুমডেটিংয়ের প্রক্রিয়াটি অত্যন্ত সুচারুভাবে উঠে এসেছে। যে সকল বিবাহিত পুরুষগণ গার্লফ্রেন্ডসহ (গার্লফ্রেন্ডের বৈবাহিক অবস্থা যাই হোক না কেন) নিভৃতে (মতান্বরে রিসর্টে) সময় কাটাতে (মতান্বরে সেক্স করতে) চান, তারা মামনুল-পদ্ধতি (মতান্বরে এমএইচ পদ্ধতি) ব্যবহার করবেন। এই এমএইচ পদ্ধতির ধাপসমুহ : [১] স্ত্রীর এনআইডির কপি সঙ্গে রাখা। সফট কপি ফোনে থাকলেও হবে।

[২] গার্লফেন্ড যেন নেকাব পরিহিত থাকেন, সেটা নিশ্চিত করা। চলমান করোনা মৌশুমে ওভারসাইজড মাস্ক দিয়ে ঠেকার কাজ চালানো সম্ভব।

[৩] পর্যাপ্ত ক্যাশটাকা সঙ্গে রাখা। ক্রেডিট কার্ড ব্যবহার করাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। চেক-ইন ধাপসমূহ: [৪] নিজে ড্রাইভ করে গার্লফ্রেন্ডসহ রিসর্টে পৌছানো।

[৫] গাড়ি থেকে নামার আগেই গার্লফ্রেন্ডের নেকাব আবৃত হওয়াটা নিশ্চিত করা।

[৬] চেক-ইন কাউন্টারে নিজ ও প্রকৃত স্ত্রীর নামে রুম নেওয়া। প্রয়োজনে প্রকৃত স্ত্রীর এনআইডি ব্যবহার করেই তা করা। (নেকাবের উপযুক্ত ব্যবহারে ধরা না পড়ার জন্য সালাফিদের শুকরিয়া আদায় করা)।

[৭] চেক-ইন শেষ করে রুমে চলে যাওয়া। বিপত্তির ক্ষেত্রে করনীয় : [৮] গার্লফ্রেন্ডকে শরিয়ত মোতাবেক বিবাহ করা নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা। তবে প্রকৃত স্ত্রীর নাম, ঠিকানা, পিতার নামই বলা। গার্লফ্রেন্ডকেও সেগুলা শিখিয়ে দেওয়া। ভুলভাল হলে, প্রশ্নকারিকে বলা আপনারে কেন বলবো?

[৯] স্ত্রীকে ফোন করে দ্বিতীয় বিবাহের কথা জানা আছে এটা বলতে উদ্বুদ্ধ করা।

[১০] স্থানীয় কওমি মাদ্রাসা সমূহে ফোন করে হেফাজতি নেতৃবৃন্দকে জানানো যে, আমি একটি সহিহ মামনুল ক্রাইসিসে আক্রান্ত, ভাঙ্গচুর করে আমাকে উদ্ধার করুন।

[১১] নাম্বারের জন্য কিছু হাদিয়া ধার্য হলে পরে সেটা পরিশোধ করে দেওয়াবিশেষ দ্রষ্ঠব্য: [ক] ডেটিং-এর এই এমএইচ পদ্ধতিটা কপি রাইটেড। তাই কেউ ইহা ব্যবহার করিলে ইহার মালিককে দাবিকৃত ইউজ-ফী (মতান্বরে হাদিয়া) প্রদানে বাধ্য থাকিবেন। [খ] পরিস্থিতি নরমালাইজ করার জন্য পরবর্তিতে যদি ফতোয়া দেওয়া, ফেসবুক-লাইভ, সেলিব্রিটি টক এর আয়োজন করতে হয়, সেজন্য, কতোটা আয়োজন, কারা কারা ইনভলবড সেই ভেদে পৃথক চার্জ দিতে হইবে। নিরাপদে ডেটিং করুন। আপনাদের সমর্থনে সুশীলদের ফ্রি লিপ-সার্ভিস তো থাকবেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়