শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফারুকের শারীরিক অবস্থা উন্নতির দিকে জানালেন তার ছেলে শরৎ

মনিরুল ইসলাম: [২] ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও নায়ক আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা উন্নতির দিকে জানিয়ে তার ছেলে রোশন হোসেন পাঠান শরৎ এ প্রতিবেদককে জানান, তার বাবা হালকা ভাবে হাত-পা নাড়তে পারছেন। ডাক দিলে সাড়া দিচ্ছেন।

[৩] শরৎ আরও জানান, আমার বাবার চিকিৎসার বিষয়ে চিকিৎসকরা আশাবাদী বলে জানিয়েছেন। তিনি তার বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

[৪] এদিকে, শরৎ বলেন, গত বৃহস্পতিবার আমার বাবার মৃত্যুর গুজবে আমার পরিবার খুবই দুঃখ পেয়েছে। এভাবে মৃত্যুর গুজব ছড়ানো অমানবিক।

[৫] তিনি বলেন, হুট করেই বাবার মৃত্যুর খবর জানতে চেয়ে একের পর এক ফোন আসতে থাকে । বিষয়টি নিয়ে আমরা খুবই বিরক্ত ছিলাম ।

[৬] উল্লেখ্য, নায়ক ফারুক বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান ফারুক। সেখানে গিয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি।

[৭] এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। রক্তে সংক্রমণ ও টিবি ধরা পড়ার কারণে তাকে প্রায় ৪৭ দিন হাসপাতালে কাটাতে হয়েছিল।

[৮] কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরার পর করোনায় আক্রান্ত হন। এরপর সুস্থ হয়ে সিঙ্গাপুরে নিয়মিত চেকআপের জন্য গেলে সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়