শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফারুকের শারীরিক অবস্থা উন্নতির দিকে জানালেন তার ছেলে শরৎ

মনিরুল ইসলাম: [২] ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও নায়ক আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা উন্নতির দিকে জানিয়ে তার ছেলে রোশন হোসেন পাঠান শরৎ এ প্রতিবেদককে জানান, তার বাবা হালকা ভাবে হাত-পা নাড়তে পারছেন। ডাক দিলে সাড়া দিচ্ছেন।

[৩] শরৎ আরও জানান, আমার বাবার চিকিৎসার বিষয়ে চিকিৎসকরা আশাবাদী বলে জানিয়েছেন। তিনি তার বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

[৪] এদিকে, শরৎ বলেন, গত বৃহস্পতিবার আমার বাবার মৃত্যুর গুজবে আমার পরিবার খুবই দুঃখ পেয়েছে। এভাবে মৃত্যুর গুজব ছড়ানো অমানবিক।

[৫] তিনি বলেন, হুট করেই বাবার মৃত্যুর খবর জানতে চেয়ে একের পর এক ফোন আসতে থাকে । বিষয়টি নিয়ে আমরা খুবই বিরক্ত ছিলাম ।

[৬] উল্লেখ্য, নায়ক ফারুক বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান ফারুক। সেখানে গিয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি।

[৭] এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। রক্তে সংক্রমণ ও টিবি ধরা পড়ার কারণে তাকে প্রায় ৪৭ দিন হাসপাতালে কাটাতে হয়েছিল।

[৮] কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরার পর করোনায় আক্রান্ত হন। এরপর সুস্থ হয়ে সিঙ্গাপুরে নিয়মিত চেকআপের জন্য গেলে সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়