শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৮:৪৫ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে এবারো কপাল খারাপ যাবে ধোনির, বললেন গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক : [২] প্রায়ই তাকে ধোনি-বিরোধী কথা বলতে শোনা যায়। তা হলে কি এবারও ব্যক্তিগত বিরোধিতার জায়গা থেকেই তিনি এমন বললেন। নাহলে আইপিএল শুরুর কয়েক ঘণ্টা আগে এমন ভবিষ্যদ্বাণী করতে যাবেন কেন। এবার আইপিএলে চেন্নাই সুপার কিংস কতদূর খেলবে, তার ভবিষ্যদ্বাণী করলেন গৌতম গম্ভীর। তবে সেই ভবিষ্যদ্বাণী সিএসকে সমর্থকদের একেবারেই পছন্দ হবে না। কী বললেন গম্ভীর।

[৩] তার দাবি, ধোনির কপাল এবারও খারাপই যাবে। সিএসকে এবারও প্লে-অফ পর্যন্ত পৌঁছতে পারবে না। এমনিতেই গত বছর আইপিএল ভাল যায়নি ধোনিদের। তার উপর এবার টুর্নামেন্ট শুরুর মুখেই গম্ভীরের এমন কথা। গম্ভীর আবার একেবারে টু দি পয়েন্ট জানিয়ে দিলেন, চেন্নাই কত নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করতে পারে।

[৪] কেকেআরের প্রাক্তন অধিনায়কের দাবি, ধোনির চেন্নাই চলতি মরশুমে পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করবে। কিন্ত শুধু বলে দিলেই তে হল না। কেন এন বিপর্যয় নামবে ধোনির দলের উপর, তার ব্যাখ্য দিতে হবে। না হলে তো লোকে এমন দাবি হেসে উড়িয়ে দেবে। গম্ভীর অবশ্য এই ব্যাপারে গভীর কোনও ব্যাখ্যা দেননি। এমনিতে তারকাখচিত চেন্নাই দল। ধোনি ছাড়াও মঈন আলি, ডোয়েন ব্রাভো, ফাফ ডুপ্লেসি, স্যাম কুরান, ইমরান তাহিরের মতো তারকা রয়েছেন দলে।

[৫] তাছাড়া ফেব্রুয়ারি মাসে আইপিএল নিলামে চেন্নাইকে দেখে ভাল লেগেছিল গম্ভীরের। তিনি সেই সময় জানিয়েছিলেন, গত মরশুমে খারাপ পারফর্ম করার পরও চেন্নাই আহামরি নতুন কিছু করার কথা ভাবেনি। বরং দলের ক্রিকেটারদের উপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। - নিউজ-১৮/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়