শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৮:৪৫ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে এবারো কপাল খারাপ যাবে ধোনির, বললেন গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক : [২] প্রায়ই তাকে ধোনি-বিরোধী কথা বলতে শোনা যায়। তা হলে কি এবারও ব্যক্তিগত বিরোধিতার জায়গা থেকেই তিনি এমন বললেন। নাহলে আইপিএল শুরুর কয়েক ঘণ্টা আগে এমন ভবিষ্যদ্বাণী করতে যাবেন কেন। এবার আইপিএলে চেন্নাই সুপার কিংস কতদূর খেলবে, তার ভবিষ্যদ্বাণী করলেন গৌতম গম্ভীর। তবে সেই ভবিষ্যদ্বাণী সিএসকে সমর্থকদের একেবারেই পছন্দ হবে না। কী বললেন গম্ভীর।

[৩] তার দাবি, ধোনির কপাল এবারও খারাপই যাবে। সিএসকে এবারও প্লে-অফ পর্যন্ত পৌঁছতে পারবে না। এমনিতেই গত বছর আইপিএল ভাল যায়নি ধোনিদের। তার উপর এবার টুর্নামেন্ট শুরুর মুখেই গম্ভীরের এমন কথা। গম্ভীর আবার একেবারে টু দি পয়েন্ট জানিয়ে দিলেন, চেন্নাই কত নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করতে পারে।

[৪] কেকেআরের প্রাক্তন অধিনায়কের দাবি, ধোনির চেন্নাই চলতি মরশুমে পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করবে। কিন্ত শুধু বলে দিলেই তে হল না। কেন এন বিপর্যয় নামবে ধোনির দলের উপর, তার ব্যাখ্য দিতে হবে। না হলে তো লোকে এমন দাবি হেসে উড়িয়ে দেবে। গম্ভীর অবশ্য এই ব্যাপারে গভীর কোনও ব্যাখ্যা দেননি। এমনিতে তারকাখচিত চেন্নাই দল। ধোনি ছাড়াও মঈন আলি, ডোয়েন ব্রাভো, ফাফ ডুপ্লেসি, স্যাম কুরান, ইমরান তাহিরের মতো তারকা রয়েছেন দলে।

[৫] তাছাড়া ফেব্রুয়ারি মাসে আইপিএল নিলামে চেন্নাইকে দেখে ভাল লেগেছিল গম্ভীরের। তিনি সেই সময় জানিয়েছিলেন, গত মরশুমে খারাপ পারফর্ম করার পরও চেন্নাই আহামরি নতুন কিছু করার কথা ভাবেনি। বরং দলের ক্রিকেটারদের উপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। - নিউজ-১৮/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়