শিরোনাম
◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৮:১৪ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি ৭৮ দশমিক ৫ শতাংশ পরিবার, খাদ্যগ্রহণ কমিয়ে দিয়েছে ৮০ দশমিক ৬০ শতাংশ পরিবার

শরীফ শাওন: [২] এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম জানায়, গত বছর করোনা প্রাদুর্ভাবের পর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তারা ক্ষতি পুনরুদ্ধার করতে পারেনি। সে সময় অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছিলো ৭৮.৮ শতাংশ পরিবার।

[৩] বৃহস্পতিবার জরিপের ফল প্রকাশে সংস্থাটি জানায়, এসকল পরিবারের প্রায় ৬০.৮ শতাংশ পরিবারকে বিকল্প পন্থা হিসেবে ঋণ নিতে হয়েছিল যা পরিশোধে গড়পড়তায় প্রায় দুই বছর সময় লাগতে পারে।

[৪] প্রতিবেদনে বলা হয়, কোভিডের পর মানুষের আয় কমেছে ১৫.৮০ ও ব্যয় কমেছে ৮.১০ শতাংশ এবং সঞ্চয় কমেছে ৬৪. ৬০ শতাংশ।

[৫] খাদ্যগ্রহণ কমানো পরিবারগুলোর মধ্যে রয়েছে চরের ৭৪.৭০, হাওরের ৭৮.৯০, উপকূলের ৬৯.৮০, বস্তির ৭৮.৮০, দলিত ৬৫.৭০, আদিবাসী ৮৯.২০, প্রতিবন্ধী ৮০.৪০, অভিবাসী ৭৮.১০ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ৮৪.১০ শতাংশ পরিবার।

[৬] খাদ্যবহির্ভূত খরচ কমিয়েছে ৬৪.৫০ শতাংশ পরিবার। এর মধ্যে চরের ৫৮.৭০, হাওরের ৭০.৪০, উপকূলের ৩৮.৪০, বস্তির ৬১.৬০, দলিত ৪১.৮০, আদিবাসী ৮৩.৩০, প্রতিবন্ধী ৫৮, অভিবাসী ৫৯.৪০ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ৭৪.১০ শতাংশ পরিবার।

[৭] প্রতিষ্ঠানটির জ্যৈষ্ঠ গবেষক ইশতিয়াক বারি বলেন, জরিপের জন্য অন্তর্ভুক্ত দশটি প্রান্তিক গ্রুপের মধ্যে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, প্রতিবন্ধী, বস্তিবাসী ও চরের মানুষ অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

[৮] নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কোভিড-১৯-এর প্রভাব কর্মসংস্থান, আয়, সঞ্চয় ছাড়াও পুষ্টিহীনতা, সহিংসতা এবং শিক্ষাখাতে ঝরে পরার ক্ষেত্রে লক্ষণীয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়