শিরোনাম
◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে ◈ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম: ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব, মিডিয়া নিয়ন্ত্রণের সমালোচনা ◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ 

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৮:১৪ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি ৭৮ দশমিক ৫ শতাংশ পরিবার, খাদ্যগ্রহণ কমিয়ে দিয়েছে ৮০ দশমিক ৬০ শতাংশ পরিবার

শরীফ শাওন: [২] এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম জানায়, গত বছর করোনা প্রাদুর্ভাবের পর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তারা ক্ষতি পুনরুদ্ধার করতে পারেনি। সে সময় অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছিলো ৭৮.৮ শতাংশ পরিবার।

[৩] বৃহস্পতিবার জরিপের ফল প্রকাশে সংস্থাটি জানায়, এসকল পরিবারের প্রায় ৬০.৮ শতাংশ পরিবারকে বিকল্প পন্থা হিসেবে ঋণ নিতে হয়েছিল যা পরিশোধে গড়পড়তায় প্রায় দুই বছর সময় লাগতে পারে।

[৪] প্রতিবেদনে বলা হয়, কোভিডের পর মানুষের আয় কমেছে ১৫.৮০ ও ব্যয় কমেছে ৮.১০ শতাংশ এবং সঞ্চয় কমেছে ৬৪. ৬০ শতাংশ।

[৫] খাদ্যগ্রহণ কমানো পরিবারগুলোর মধ্যে রয়েছে চরের ৭৪.৭০, হাওরের ৭৮.৯০, উপকূলের ৬৯.৮০, বস্তির ৭৮.৮০, দলিত ৬৫.৭০, আদিবাসী ৮৯.২০, প্রতিবন্ধী ৮০.৪০, অভিবাসী ৭৮.১০ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ৮৪.১০ শতাংশ পরিবার।

[৬] খাদ্যবহির্ভূত খরচ কমিয়েছে ৬৪.৫০ শতাংশ পরিবার। এর মধ্যে চরের ৫৮.৭০, হাওরের ৭০.৪০, উপকূলের ৩৮.৪০, বস্তির ৬১.৬০, দলিত ৪১.৮০, আদিবাসী ৮৩.৩০, প্রতিবন্ধী ৫৮, অভিবাসী ৫৯.৪০ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ৭৪.১০ শতাংশ পরিবার।

[৭] প্রতিষ্ঠানটির জ্যৈষ্ঠ গবেষক ইশতিয়াক বারি বলেন, জরিপের জন্য অন্তর্ভুক্ত দশটি প্রান্তিক গ্রুপের মধ্যে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, প্রতিবন্ধী, বস্তিবাসী ও চরের মানুষ অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

[৮] নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কোভিড-১৯-এর প্রভাব কর্মসংস্থান, আয়, সঞ্চয় ছাড়াও পুষ্টিহীনতা, সহিংসতা এবং শিক্ষাখাতে ঝরে পরার ক্ষেত্রে লক্ষণীয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়