উত্তম কুমার: [২] দেশে আরারও বাড়ছে করোনার সংক্রমন। আর প্রতিদিনই ভাঙছে রেকর্ড। এলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় জনসাধারনের মাঝে সচেতনতায় মাঠে নেমেছে যুবলীগের নেতা কর্মীরা। উপজেলার মহিপুর থানা যুবলীগের উদ্যোগে (বুধবার ও বৃহস্পতিবার) গত দুই দিন ধরে কুয়কাটাসহ মহাসড়কে চলাচলরত মটোরবাইক,অটো রিক্সা,অটোভ্যান চালক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন তারা।
[৩] এ সময় করোনার সংক্রমন রোধে সচেতনামুলক লিফেলেট বিতরন করা হয়েছে। এছাড়া করোনা মহামারির প্রাদুর্ভাব থেকে বাচঁতে সকলকে সরকারের দেয়া নির্দেশনা মেনে চলার আহবান জানান যুবলীগ নেতা কর্মীরা। এ কার্যক্রমে মহিপুর সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদৌস হাওলাদার, যুবলীগ নেতা ছিদ্দিক মোল্লাসহ স্থানীয় যুবলীগ নেতা ও কর্মিরা উপস্থিত ছিলেন।
[৪] মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশক্রমে আমরা সচেতনামুলক লিফেলেট ও মাস্ক বিতরন করছি। এছাড়া কোভিট ১৯ এ অসহায় হয়ে পড়া ও অভুক্তদের মাঝে খাদ্য সাহায়তা প্রদান করা হবে। তবে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। সম্পাদনা: সাদেক আলী