ইমরুল শাহেদ: [২] গ্রামীণ চরিত্রের অনন্য রুপকার বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত ১৬ দিন থেকে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। তার ছেলে রোশন হোসেন পাঠান শরৎ গণমাধ্যমকে জানিয়েছেন, গত ২১ মার্চ থেকে ১৪ দিন তার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
[৩] রোশন হোসেন পাঠান জানান তার পিতার একটার পর একটা সমস্য দেখা দিচ্ছে বাবার শরীরে। তার পাকস্থলীর ভেতরে রক্তক্ষরণ হয়েছে। সেগুলোর চিকিৎসা চলছে। দেশবাসির কাছে পিতার জন্য দোয়া চেয়েছেন রোশন।
[৪] ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন ফারুক। অভিনয়ের পাঁচ দশকে তিনি ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে ভূষিত হন আজীবন সম্মাননায়।
[৫] ফারুক অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে - সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।
[৬] আকবর হোসেন পাঠান দুলু ওরফে ফারুক ১৯৪৮ সালের ১৮ আগস্ট মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার ক্যারিয়ারে সাফল্যও এসেছে এই এলাকায় চিত্রায়িত চলচ্চিত্রের মাধ্যমে। তিনি বড় হয়েছেন পুরনো ঢাকায়। বর্তমানে তার বয়স ৭২ বছর। অভিনেতা ছাড়াও তিনি একাধারে প্রযোজক, পরিবেশক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।