শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:২০ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্টোকস, বাটলার, মরিসের সাথে মোস্তাফিজকে নিয়েই একাদশ সাজাবে রাজস্থান

স্পোর্টস ডেস্ক: [২] এবারের আইপিএলে এক কোটি রুপিতে মোস্তাফিজকে তলে নিয়েছে রাজস্থান রয়্যালস। দলটির হয়ে খেলতে ইতোমধ্যেই ভারতে গেছেন কাটার মাস্টার। তবে আইপিএল খেলতে গেলেও আদৌ খেলা হবে কি না, অর্থাৎ একাদশে সুযোগ পাবেন কি না সেটা নিয়ে আছে শঙ্কা। যদিও দলটির অন্যতম সেরা পেসার জোফরা আর্চারের দলে না থাকাতে মোস্তাফিজের সুযোগটাই থাকছে বেশি।

[৩] আইপিএল শুরু হতে বাকি দুই দিন। টুর্নামেন্ট শুরুর আগ মুহুর্তে এখনো ক্রিকেট বিশেষজ্ঞদের আলোচনায় ফ্র্যাঞ্চাইজিগুলোর গেম প্ল্যান কেমন হতে পারে, কেমন হবে একাদশ। ইএসপিএন ক্রিকইনফোতে রাজস্থান রয়্যালসের একাদশ কেমন হতে পারে এমন আলোচনায় বসেছিলেন আকাশ চোপড়া, দাস গুপ্তা, ডেনিয়েল ভেট্টরি ও সঞ্জয় মাঞ্জেরেকার। যেখানে কেউ বলেছেন আর্চারের না থাকাতে বড় সুযোগ থাকবে ফিজেরই। আবার কেউ বলছে দেশীয় পেসার দিয়েই জায়গা পূরণ করতে পারে সঞ্জু স্যামসনের দল।

[৪] আলোচনার এক পর্যায়ে দীপ দাস বলেন, আমি বলবো যেহেতু জফরা আর্চার নেই তাই রাজস্থানের উচিত অ্যান্ড্রু টাই অথবা মুস্তাফিজকে খেলানো। এটা না হলে মিডল অর্ডারে লিয়াম লিভিংস্টনকে খেলিয়ে একাদশে ভারতীয় দেশি পেসারদের রাখতে পারে দলটি।

[৫] দীপের কথাকে সমর্থন জানিয়ে আকাশ বলেন, আমিও দীপের সঙ্গে একমত। ওরা বেন স্টোকস, জস বাটলার, ক্রিস মরিস এবং মুস্তাফিজকে নিয়েই একাদশ সাজাবে।

[৬] তবে দ্বিমত পোষণ করেছে সঞ্জয় মাঞ্জেরেকার। তিনি বলেন, যেহেতু উনাদকাট আছে আমার মনে হয় না ওরা মুস্তাফিজকে বেশি ম্যাচ খেলাবে।

[৭] উল্লেখ্য, এবারের আইপিএল শুরু হবে আগামী ৯ এপ্রিল। আর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। - জি নিউজ / স্পোর্টস জোন

  • সর্বশেষ
  • জনপ্রিয়