শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:০০ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাহে রমজান উপলক্ষে রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

মঈন উদ্দীন: [২] মাহে রমজান উপলক্ষে রাজশাহী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু করেছে। রাজশাহীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে খেজুর-ছোলাসহ ৬টি পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির রাজশাহী কার্যালয়ের গুদাম কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, মাহে রমজান উপলক্ষে টিসিবির পণ্য দিচ্ছে সরকার।

[৩] চিনি, সয়াবিন তেল, মসুর ডাল, খেজুর, ছোলা, পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। চলবে পুরো রমজান পর্যন্ত।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- রাজশাহী জেলা ও মহানগর মিলে ২৬টি পয়েন্ট ডিলার পণ্য বিক্রি করছে।

[৪] নগরীর মধ্যে রাজশাহী নগরের কোর্ট স্টেশন, তালাইমারী, নওদাপাড়া, চিড়িয়াখানার সামনে, সাহেববাজার ভুবন মোহন পার্কে। তবে আজ বুধবার থেকে চারটি বেড়ে ৩০টি পয়েন্ট টিসিবির পণ্য বিক্রি করবে ডিলাররা।অন্যদিকে, নগরীর পয়েন্টগুলোতে টিসিবির পণ্য কিনতে ভীড় লক্ষ্য করা গেছে।

[৫] সবার মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরুত্ব নিশ্চিতের বিষয়টি মানতে দেখা যায়নি। অনেকটাই পাশাপাশি দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন। টিসিবির পণ্য ক্রেতা রহিমা বলেন, মাস্ক পরেছি। ফাঁকা-ফাঁকা দাঁড়িয়ে ছিলাম।

[৬] জিনিস দেওয়ার শুরুর পরে পাশ-পাশি হয়ে গেছে সবাই। টিসিবির রাজশাহী কার্যালয়ের গুদাম কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, টিবিসির পণ্য বিক্রিতে কোনো ধরনের প্যাকেট নেই। প্যাকেট আকারে বিক্রির অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়