মনিরুল ইসলাম: [২] সৃজনশীল পরিচালক সৈয়দ মাসুম এর ছবি "সুরঞ্জনা " জীবনানন্দ দাসের কবিতার অন্তর্নিহিত গল্প অবলম্বনে, ছবির সবগুলো গানের কথা সুর নির্মাণ করেছেন মিলন খান।
[৩] টাইটেল সং গেয়েছেন কুমার বিশ্বজিৎ ফাহমিদা নবী। সংগীত আয়োজন কুমার বিশ্বজিৎ। 'আমি ভাবছি আর চেয়ে চেয়ে দেখছি' গেয়েছেন শুভ্রদেব।
[৪] এদিকে, দীর্ঘ সংগীত ক্যারিয়ারে মাত্র একটি ছবিতে একসঙ্গে প্লেব্যাক করেছেন নন্দিত দুই কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও ফাহমিদা নবী। আবারও তারা একসঙ্গে গাইলেন ‘সুরঞ্জনা’ ছবিতে। তাদের গাওয়া ‘সুরঞ্জনা, এই বুকের জমিন তোমার ঠিকানা’ শিরোনামে গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন মিলন খান।
[৫] ‘সুরঞ্জনা’ ছবির গান নিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘মিলন খানের লেখা অসংখ্য গান এখনও শ্রোতাদের মুখে শোনা যায়। এবার সুরকার হিসেবে তিনি কাজ শুরু করেছেন। তার সুরে আমি ও ফাহমিদা প্রথম গাইলাম। আশা করছি, গানটি ভালো লাগবে।
[৬] ফাহমিদা নবী বলেন, কুমার বিশ্বজিৎ এবং আমার গানের ভুবনে পথচলা কয়েক দশকের। আমি প্লেব্যাকও করেছি অনেক মুভিতে । কিন্তু একটির বেশি ছবিতে একসঙ্গে গান গাওয়ার সুযোগ হয়নি। অবশেষে আবার একসঙ্গে প্লেব্যাক করার সুযোগ হলো। এট ভীষণ আনন্দের। গানের কথা, সুর ও সংগীতায়োজনেও ভিন্নতা খুঁজে পাবেন শ্রোতা। গানটি অনেকের হৃদয় স্পর্শ করবে বলেই আমার বিশ্বাস।
[৭] ‘সুরঞ্জনা’ ছবির আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন একসময়ের জনপ্রিয় সংগীত শিল্পী শুভ্র দেব। মিলন খানের কথা ও সুরের এ গানটিতে কণ্ঠ দেওয়ার পর শুভ্র দেব বলেন, অনেক দিন পর একটি ভালো গানে কণ্ঠ দিলাম। আমার চোখে জল চলে এসেছে। আমি সত্যিই অভিভূত গানটি গেয়ে।
[৮] গীতিকার ও সুরকার মিলন খান বলেন, একটি ভালো গানের জন্য যুদ্ধ করে যাচ্ছি। চেষ্টা করেছি ভিন্ন ধাঁচের কথা, সুর ও সংগীত করার। আমার ওপর পরিচালকরা আস্থা রেখেছেন। আমার চেষ্টার কমতি ছিলো না৷ একসঙ্গে দুই ছবির ‘সুরঞ্জনা’ ও ‘মন যারে চায়’ গানের কথা ও সুর আমি করেছি।
[৯] তিনি জানান, ‘অচীন শহরে’র শিরোনামে গানটিতে শিগগিরই কণ্ঠ দেবেন চন্দনা মজুমদার। এ ছাড়া এই সিনেমার আরেকটি গান ‘ও প্রিয়’তে কণ্ঠ দেবেন এ প্রজন্মের পরিচিত এক কণ্ঠশিল্পী। আমার বিশ্বাস আমার কাজগুলো দর্শকদের মন ছুঁইয়ে যাবে। এখন শুধু অপেক্ষার পালা।