শিরোনাম
◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল ◈ ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত ◈ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ (ভিডিও) ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন গলার কাটা, সুযোগ নিতে পারে অন্যরা ◈ প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল করবেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যতের পরিকল্পনা ফাঁস করলেন সজীব ওয়াজেদ জয়!

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:৫৩ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেশি দাম, বড় নাম, প্রত্যাশাটাও থাকবে আকাশ ছোঁয়া

এল আর বাদল : [২] ক্রিশ মরিস, কাইলে জেমিসন, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কৃষ্ণাপ্পা গৌতমরা কি বাইশ গজে নিজেদের সেরা পারফরমেন্স দিতে পারবেন? আশা করা যেতেই পারে, আসন্ন আইপিএলের দামি পাঁচ ক্রিকেটার নিজেদের দামের সঠিক মুল্যায়ণই করবেন।

[৩] কথায় আছে যার কদর বেশি, তার দরও বেশি। ২০২১ আইপিএলের জন্য দর দিয়ে ক্রিকেটারদের কেএখন তারা কী রকম পারফরম্যান্স করেন, তার উপর কিন্তু কদর ঠিক হবে। তবে আইপিএলের আগেই একটা প্রশ্ন সকলের মনে ঘুরপাক খাচ্ছে। আদৌ কি নিজেদের দামের মর্যাদা দিতে পারবেন তারকা ক্রিকেটাররা?

[৪] ১৬.২৫ কোটি টাকা দিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিশ মরিসকে তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এত দামি ক্রিকেটারের দিকে সকলের নজর থাকবে না হয় নাকি। তাকে নিয়ে চলবে তুল্য মূল্য বিশ্লেষণ। ঠিক যেমন নিউজিল্যান্ডের ৬ ফুট ৮ ইঞ্চির পেস বোলার কাইলে জেমিসনকে দেখার জন্য টিভির সামনে বসবেন সকলে। তরুণ এই ফাস্ট বোলারকে ১৫ কোটি টাকা দিয়ে নিজেদের কিনেছেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

[৫] বিরাটদের দলের আরও একজন সকলের নজর টানবেন। তিনি হলেন কিংস ইলেভেন পঞ্জাবের প্রাক্তন তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলের গত মরসুমটা পাঞ্জাবের হয়ে ভাল না গেলেও, দেশের জার্সিতে কিন্তু দুরন্ত ক্রিকেট খেলেছিলেন ম্যাক্সওয়েল। যে কারণে প্রীতির পঞ্জাব তাকে ছেড়ে দিলেও ১৪ কোটি টাকার বিনিময়ে অজি তারকাকে নিজেদের ঘরে তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

[৬] ম্যাক্সওয়েলের পাশাপাশি অস্ট্রেলিয়ার আরও এক তারকা ক্রিকেটারের পারফরম্যান্স দেখতে মুখিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। তিনি হলেন অজি ফাস্ট বোলার জাই রিচার্ডসন। ১৪ কোটি টাকা দিয়ে রিচার্ডসনকে নিজেদের জালে তুলেছে প্রীতি জিন্টার পঞ্জাব।

[৭] দামি ক্রিকেটারদের বাজারে পিছিয়ে নেই চেন্নাই সুপার কিংসও। তাদের জালে ধরা দিয়েছেন স্পিনার কৃষ্ণাপ্পা গৌতম। আইপিএলের বাইশ গজে তাঁর স্পিন কতটা ঝড় তোলে, সেটাই এখন দেখার। জাতীয় দলে না খেললেও কৃষ্ণাপ্পার জন্য ৯.২৫ কোটি টাকা খরচ করেছে ধোনির সিএসকে।

[৮] ক্রিশ মরিস, কাইলে জেমিসন, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কৃষ্ণাপ্পা গৌতমরা কি বাইশ গজে নিজেদের সেরা পারফরমেন্স দিতে পারবেন? আশা করা যেতেই পারে, আসন্ন আইপিএলের দামি পাঁচ ক্রিকেটার নিজেদের দরের সঠিক মুল্যায়ণই করবেন।

[৯] কোটি টাকার ক্রিকেটারদের থেকে প্রত্যাশার পারদটাও যে উর্ধ্বমুখী থাকবে, এটাই তো স্বাভাবিক। তবে মনে রাখতে হবে, প্রত্যাশা এই শব্দটা যেন এই পাঁচ ক্রিকেটারের চাপটা না বাড়িয়ে তোলে। তাহলেই যে দর পড়ে যাবে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়