শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে না খেলে কাউন্টিতে খেলবেন ভারতের এই তারকা ক্রিকেটার !

স্পোর্টস ডেস্ক: [২] আইপিএলে কেউ হন কোটিপতি আবার কেউ বা কোটিপতি থেকে বাদ পড়ে যান। কারো ভাগ্যের সূচনা হয় কারো শেষ। ভারতের জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারদেরও কখনো সুযোগ মেলে না। যেমনটা ঘটতো পূজারার ক্ষেত্রে। তব পুজারা এবার খেলবেন চেন্নাইযের হয়ে। অন্যদিকে এবার বাদ পড়েছেন আরেক ক্রিকেটার হনুমা বিহারী। ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ এই সদস্য আইপিএলে দল পাননি।

[৩] আইপিএলে দল না পাওয়াতে হতাশ নন এই ক্রিকেটার। বরং এই সময়টাকে কাজে লাগাচ্ছেন তিনি। আইপিএলের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। তার প্রস্তুতি নিতে তাই কাউন্টিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হনুমা বিহারী।

[৪] জানা গেছে, কাউন্টিতে ওয়ারউইকশায়ারের হয়ে খেলবেন হনুমা। তিনি ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। বার্মিংহামের কাউন্টি দলের হয়ে অন্তত তিনটি ম্যাচ তিনি খেলবেন বলেই জানা গিয়েছে। ওয়ারউইকশায়ারের অফিসিয়াল পেজে এই ঘোষণা করা না হলেও হনুমার ওই কাউন্টিতে খেলার বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই দাবি করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষকর্তা।

[৫] তিনি জানিয়েছেন, চুক্তির প্রক্রিয়ার কিছু সামান্য বাকি রয়েছে। তিনটি ম্যাচ তিনি খেলবেনই। ভারতীয় টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার আগে আরও কয়েকটি ম্যাচ তিনি খেলতে পারেন কিনা সেটা দেখা হচ্ছে। ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন হনুমা বিহারী। তারপর থেকে আর দল পাননি। টেস্ট স্পেশালিস্ট তকমা গায়ে লেগে যাওয়ায় তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিরা। ১২টি টেস্টে ৬২৪ রান করেছেন হনুমা বিহারী। গড় ৩২-এর বেশি। একটি শতরান করেছেন, অর্ধশতরান চারটি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে শেষ ভারতের হয়ে খেলেছেন। হ্যামস্ট্রিংয়ে চোট উপেক্ষা করে ২৩ রানে অপরাজিত থাকলেও চার ঘণ্টা ক্রিজে থেকে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে ভারতের হার বাঁচিয়েছিলেন হনুমা।

[৬] তারপরই তিনি ফিরে আসেন। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাডেমিতে চলে রিহ্যাব পর্ব। এরপর বিজয় হাজারে ট্রফিতে অন্ধ্রের হয়ে খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। একটি অর্ধশতরান পেলেও পরের পাঁচটি ম্যাচে দুই অঙ্কের রান পাননি।

[৭] করোনা পরিস্থিতিতে রঞ্জি ট্রফি বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে টেস্ট দলে কামব্যাক করতে ম্যাচ প্র্যাকটিসও দরকার হনুমা বিহারীর। চেতেশ্বর পূজারাও এবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। টেস্ট দলের বাকিরাও রয়েছেন বিভিন্ন দলে। সাদা বলের ক্রিকেট খেললেও তাঁরা ফিট ও ম্যাচ-রেডিই থাকবেন। হনুমা বিহারীকে তাই কাউন্টি খেলার ব্যবস্থা করে দিতে উদ্যোগী হয় বিসিসিআই।- আইপিএল

  • সর্বশেষ
  • জনপ্রিয়