রাজু চৌধুরী: চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ থানাধীন বিশ্বকলোনী এলাকায় অভিযান চালিয়ে ০১ টি বিদেশী রিভলবার এবং ০৩ রাউন্ড গুলিসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
সোমবার র্যাব-৭, চট্টগ্রাম থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে, আকবরশাহ্ থানাধীন ০৯নং ওয়ার্ড বিশ্বকলোনী আলহেরা মসজিদ সংলগ্ন ফারুক মার্কেটস্থ সততা ট্রেডার্স নামক দোকানের সামনে মাদক ব্যবসায়ী অবস্থান করা কালে রোববার ০৪ এপ্রিল র্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে মোঃ মামুন (৩৮), পিতা- মৃত আবু বক্করকে আটক করে। সে সন্দ্বীপ থানার মুছাপুর এলাকার স্থায়ী বাসিন্দা তবে বর্তমানে আকবরশাহ্ থানার উত্তর পাহাড়তলী এলাকার জি ব্লক মকবুলের বাসায় ভাড়া থাকে। আটককৃত আসামির দেহ তল্লাশি করে ০১ টি বিদেশী রিভলবার এবং ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৭, চট্টগ্রাম সহকারি পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ থানায় হস্তান্তর করা হয়েছে।