শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০২:৫২ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভ্যকসিনের দ্বিতীয় ডোজের সঙ্কট নেই, ৮ এপ্রিল থেকে যথারীতি দেয়া শুরু হবে: মন্ত্রিপরিষদ সচিব

আনিস তপন: [২] সোমবার সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন,  প্রধানমন্ত্রী বলেছেন ভ্যাকসিনের ২য় ডোজ ৮ এপ্রিল থেকে দেয়া হবে। প্রথম ডোজ ৬ এপ্রিল শেষ হবে।

[৩] চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এতে বন্দরের উন্নয়েন তহবিল থাকবে। ১ মাস থেকে ১ বছরের দন্ড ও জরিমানা ১ থেকে ৫ লাখ টাকার বিধান রাখা হয়েছে। বন্দর এলাকায় কেউ দুষন করলে সর্ব্বোচ ১ বছরের দন্ড ও ৫ লাখ টাকা জরিমানা।

[৪] এর আগে ভার্চুয়াল পদ্ধতিতে গণভবন থেকে মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৫] খেতাব প্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা নববর্ষ ভাতা ২ হাজার টাকা , বিজয় দিবস ভাতা ৫ হাজার ও উৎসব ভাতা ১০ হাজার টাকা পাবেন। এ প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদন করা হয়েছে।

[৬] মন্ত্রিপরিষদ সচিব জানান, রোজার সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিছু তেলের ক্ষেত্রে এনবিআর রিবেট দিবে।

[৭] মন্ত্রিপরিষদ সচিব জানান, রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল থাকার বিষয়ে বাণিজ্য মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী জানতে চাইলে টিপু মুন্সী জানান, দ্রব্যমূল্য পর্যাপ্ত মজুত রয়েছে। বাজার অস্থিতিশীল কারণ নেই। তবে ভোজ্য তেল আমদানির ক্ষত্রে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন বানিজ্যমন্ত্রী। কারণ আন্তর্জাাতিক বাজারে ভোজ্য তেলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে এনবিআর পর্যালোচনা করবে।  তবে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যদি শুল্ক কমানো বা সমন্বয় করা হয় তবে তার প্রভাব যেনো খুচরা বাজারে থাকে। অর্থাৎ যে পরিমান শুল্ক কমানো হবে তা যেনো বর্তমান বাজার মূল্য থেকে কম হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়