শিরোনাম
◈ আবু সাঈদ হত্যা মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক ◈ রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশালাকৃতির ‘বোমা’ উদ্ধার: ১০ বছর ধরে ব্যবহৃত হতো কাপড় ধোয়ার কাজে ◈ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরাইলি হামলা: দুই শিশুসহ নিহত ৩ ◈ দুই দশক পর তারেক রহমান চট্টগ্রামে: ভোর থেকে পলোগ্রাউন্ডে বিএনপির নেতাকর্মীদের ভিড় ◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের ◈ ‌বি‌পিএল চ্যাম্পিয়ন হয়ে শান্তরা পেলো ২ কোটি ৭৫ লাখ টাকা ◈ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের ◈ সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি ◈ শান্তিপ্রিয় বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করবে: প্রণয় ভার্মা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০২:৫২ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভ্যকসিনের দ্বিতীয় ডোজের সঙ্কট নেই, ৮ এপ্রিল থেকে যথারীতি দেয়া শুরু হবে: মন্ত্রিপরিষদ সচিব

আনিস তপন: [২] সোমবার সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন,  প্রধানমন্ত্রী বলেছেন ভ্যাকসিনের ২য় ডোজ ৮ এপ্রিল থেকে দেয়া হবে। প্রথম ডোজ ৬ এপ্রিল শেষ হবে।

[৩] চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এতে বন্দরের উন্নয়েন তহবিল থাকবে। ১ মাস থেকে ১ বছরের দন্ড ও জরিমানা ১ থেকে ৫ লাখ টাকার বিধান রাখা হয়েছে। বন্দর এলাকায় কেউ দুষন করলে সর্ব্বোচ ১ বছরের দন্ড ও ৫ লাখ টাকা জরিমানা।

[৪] এর আগে ভার্চুয়াল পদ্ধতিতে গণভবন থেকে মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৫] খেতাব প্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা নববর্ষ ভাতা ২ হাজার টাকা , বিজয় দিবস ভাতা ৫ হাজার ও উৎসব ভাতা ১০ হাজার টাকা পাবেন। এ প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদন করা হয়েছে।

[৬] মন্ত্রিপরিষদ সচিব জানান, রোজার সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিছু তেলের ক্ষেত্রে এনবিআর রিবেট দিবে।

[৭] মন্ত্রিপরিষদ সচিব জানান, রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল থাকার বিষয়ে বাণিজ্য মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী জানতে চাইলে টিপু মুন্সী জানান, দ্রব্যমূল্য পর্যাপ্ত মজুত রয়েছে। বাজার অস্থিতিশীল কারণ নেই। তবে ভোজ্য তেল আমদানির ক্ষত্রে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন বানিজ্যমন্ত্রী। কারণ আন্তর্জাাতিক বাজারে ভোজ্য তেলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে এনবিআর পর্যালোচনা করবে।  তবে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যদি শুল্ক কমানো বা সমন্বয় করা হয় তবে তার প্রভাব যেনো খুচরা বাজারে থাকে। অর্থাৎ যে পরিমান শুল্ক কমানো হবে তা যেনো বর্তমান বাজার মূল্য থেকে কম হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়