মাহিন সরকার : [২] বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের খো খো ডিসিপ্লিনের পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
[৩] পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে আনসার ১৬-৪ পয়েন্টে চট্টগ্রাম জেলাকে হারিয়ে শিরোপা জয় করে। অন্যদিকে নারী বিভাগে আনসার ১৬-১ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
[৪] খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিওএর উপ মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর। এ সময় বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান বাবুল এবং আনসার ও ভিডিপির সহকারি পরিচালক রায়হান উদ্দিন ফকির উপস্থিত ছিলেন।