জুলফিকার আমীন : [২] পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী প্রচারণায় আধিপত্য বিস্তারে আ’লীগ প্রার্থীর সমর্থকদের হামলা মামলার প্রধান আসামী আলমগীর হোসেন (৩৫) এর অবৈধ পিস্তল উদ্ধারে পুলিশ প্রধানের কাছে আবেদন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম।
[৩] আবেদন সূত্রে জানাগেছে, গত ২৭ মার্চ উপজেলার ৭নং বেতমোর রাজপাড়া ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম তার কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় বাহির হন। এসময় তিনি কর্মীদেরসহ স্থানীয় বেতমোর হাইস্কুলের পুকুর সংলগ্ন রাস্তায় আসা মাত্র আ’লীগ প্রার্থীর কর্মী সন্ত্রাসী আলমগীরের নেতৃত্বে ৭৫/৮০ জনের একটি দল পিস্তল, রামদা ও দেশীয় অস্ত্রসহ তার সমর্থদের উপর অতর্কিত হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর প্রায় ১৫ জন কর্মী গুরুতর আহত হয়। এসময় হামলাকারীদের এলাকাবাসী ধাওয়া করলে সন্ত্রাসী আলমগীর পিস্তল উঁচিয়ে তাদের গুলি করার ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
[৪] এ ঘটনায় ওই প্রার্থির চাচাতো ভাই মনির হোসেন বাদী হয়ে পরের দিন মঠবাড়িয়া থানায় আলমগীরকে প্রধান আসামী করে এজাহার নামীয় ৩৯ এবং অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
[৫] মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।