শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে প্যানেল চেয়ারম্যান হত্যাকারীদের বিচার ও গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল গণি মন্ডলের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানবনন্ধন অনুষ্ঠিত হয়েছে।

[৩] রোববার সকালে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা -খুলনা মহাসড়কে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।

[৪] মানববন্ধনে গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো.নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশাররফ প্রমানিক, সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া মানববন্ধনে গোয়ালন্দ উপজেলার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

[৫] এসময় এই ঘটনায় পুলিশ দুইজন আসামীকে গ্রেফতার করেছে এবং দ্রুততম সময়ের মধ্যে অনান্য আসামীদের গ্রেফতারের দাবী করেন বক্তারা।

[৬] ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধনের যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরক্ত পুলিশ সুপার শেখ শরীফ উজ্জজামান, ডিবির ওসি প্রাণবন্ধু বিশ্বাস, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীরের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

[৭] উল্লেখ্য, গত বুধবার রাতে নিজ বাড়ীর সামনে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়