শিরোনাম
◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও)

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন-সিএমবি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

সমীরণ রায়: [২] শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা দেন সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) ভেঙে ‘বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন’ শুভাংশ চক্রবর্তীকে সমন্বয়ক করে ৩৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়।

[৩] শুভ্রাংশু চক্রবর্তী বলেন, বাংলাদেশে অনেক বামপন্থী রাজনৈতিক দল থাকলেও এর কোনোটাই মার্কসবাদী বিপ্লবী দল হিসেবে গড়ে ওঠেনি। একটি বিপ্লবী দল গড়ে তোলার লক্ষ্যে গত এক বছরের বেশি সময় ধরে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছি। তারই প্রেক্ষিতে ‘বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের’ নাম ঘোষণা করছি, ইংরেজিতে এর নাম হবে কমিউনিস্ট মুভমেন্ট অব বাংলাদেশ-সিএমবি। বিপ্লবী দলের অত্যাবশ্যকীয় শর্তাবলী পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন পার্টি গঠন প্রক্রিয়া হিসেবে বিবেচিত হবে।

[৪] তিনি আরও বলেন, পুঁজিবাদী ব্যক্তি মালিকানাভিত্তিক ব্যবস্থাকে উচ্ছেদ করে সামাজিক মালিকানাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই লক্ষ্য। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যেভাবে জনগণের সব গণতান্ত্রিক অধিকার ও মূল্যবোধ ধ্বংস করছে তার বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই পরিচালনা করব।

[৫] তিনি বলেন, শ্রমিক শ্রেণির বিপ্লবী মতাদর্শ মার্কসবাদ-লেলিনবাদের ভিত্তিতে গণআন্দোলন, শ্রেণি সংগ্রাম ও দল গড়ার নীতিগতি এবং পদ্ধতিগত সংগ্রামের মধ্য দিয়ে এই পার্টি গঠন প্রক্রিয়া এগিয়ে যাবে। সংগঠনের মূল নীতি হিসেবে আমরা গণতান্ত্রিক কেন্দ্রিকতা ও যৌথ নেতৃত্বের চর্চা ও সংগঠনের অভ্যন্তরে সমালোচনা-আত্মসমালোচনার পরিবেশ নিশ্চিত করে করব।

[৬] এতে আরও উপস্থিত ছিলেন দলিলুর রহমান দুলাল, মরজুর আলম মিন্টু, অপু দাশ গুপ্ত, সত্যজিত বিশ্বাস, সুশান্ত সিনহা ও আমিনুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়