শিরোনাম
◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও)

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন-সিএমবি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

সমীরণ রায়: [২] শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা দেন সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) ভেঙে ‘বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন’ শুভাংশ চক্রবর্তীকে সমন্বয়ক করে ৩৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়।

[৩] শুভ্রাংশু চক্রবর্তী বলেন, বাংলাদেশে অনেক বামপন্থী রাজনৈতিক দল থাকলেও এর কোনোটাই মার্কসবাদী বিপ্লবী দল হিসেবে গড়ে ওঠেনি। একটি বিপ্লবী দল গড়ে তোলার লক্ষ্যে গত এক বছরের বেশি সময় ধরে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছি। তারই প্রেক্ষিতে ‘বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের’ নাম ঘোষণা করছি, ইংরেজিতে এর নাম হবে কমিউনিস্ট মুভমেন্ট অব বাংলাদেশ-সিএমবি। বিপ্লবী দলের অত্যাবশ্যকীয় শর্তাবলী পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন পার্টি গঠন প্রক্রিয়া হিসেবে বিবেচিত হবে।

[৪] তিনি আরও বলেন, পুঁজিবাদী ব্যক্তি মালিকানাভিত্তিক ব্যবস্থাকে উচ্ছেদ করে সামাজিক মালিকানাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই লক্ষ্য। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যেভাবে জনগণের সব গণতান্ত্রিক অধিকার ও মূল্যবোধ ধ্বংস করছে তার বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই পরিচালনা করব।

[৫] তিনি বলেন, শ্রমিক শ্রেণির বিপ্লবী মতাদর্শ মার্কসবাদ-লেলিনবাদের ভিত্তিতে গণআন্দোলন, শ্রেণি সংগ্রাম ও দল গড়ার নীতিগতি এবং পদ্ধতিগত সংগ্রামের মধ্য দিয়ে এই পার্টি গঠন প্রক্রিয়া এগিয়ে যাবে। সংগঠনের মূল নীতি হিসেবে আমরা গণতান্ত্রিক কেন্দ্রিকতা ও যৌথ নেতৃত্বের চর্চা ও সংগঠনের অভ্যন্তরে সমালোচনা-আত্মসমালোচনার পরিবেশ নিশ্চিত করে করব।

[৬] এতে আরও উপস্থিত ছিলেন দলিলুর রহমান দুলাল, মরজুর আলম মিন্টু, অপু দাশ গুপ্ত, সত্যজিত বিশ্বাস, সুশান্ত সিনহা ও আমিনুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়