শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২১-২২ মেয়াদে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন সুমন নির্বাচিত হয়েছেন

ইমরুল শাহেদ: ২ এপ্রিল শুক্রবার ছিল চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। বেশ সমারোহেই নির্বাচন সম্পন্ন হয়েছে। সন্ধ্যার পর যখন ভোট গণনা শুরু হয় তখন উদ্বেগ নিয়ে বিভিন্ন প্রার্থীরা এদিক ওদিক ঘুরাঘুরি করছিলেন এবং সকলে যখন ভোটারদের গতিবিধি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছিলেন, তখন সভাপতি প্রার্থী পরিচালক সোহানুর রহমান সোহান ক্যান্টিনের পাশে দাঁড়িয়ে একের পর এক কোমল পানীয়ের কৌটা পান করেই চলেছেন।

একজন এসে বললেন, ভাই ঠান্ডা খেতে থাকলেতো আপনি অসুস্থ হয়ে পড়বেন। সোহান হেসে দিয়ে বললেন, ‘আমি সত্যিই টেনশনে আছি। হারবো কি জিতবো বুঝতে পারছি না। তবে আমরা যদি জিতে আসি, চলচ্চিত্র ব্যবসাকে আগের অবস্থানে ফিরিয়ে আনব।’ সোহান-শাহীন প্যানেলের ছয় জন বাদ দিয়ে সবাই নির্বাচনে জিতেছেন।

তাদের মধ্যে সভাপতি - সোহানুর রহমান রহমান, সহ-সভাপতি - ছটকু আহমেদ, মহাসচিব - শাহীন সুমন, উপ-মহাসচিব - কবিরুল ইসলাম রানা, অর্থ সচিব - সালাউদ্দিন, সাংগঠকি সম্পাদক - রকিবুল ইসলাম রকিব, আন্তর্জাতিক ও প্রযুক্তি - নোমান রবিন এবং সাংস্কৃতিক ও ক্রীড়া - শাহীন কবীর টুটুল নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্যরা হলেন পল্লী মালেক, জাকির হোসেন রাজু, রহিম বাবু, মাসুমা রহমান তানি, সেলিম আজম, মোস্তাফিজুর রহমান বাবু, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মণি, শাহাদাৎ হোসেন লিটন ও হাবিবুল ইসলাম হাবিব। ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসের প্রথম প্রহরে নতুন নেতৃত্ব পেয়ে গেল চলচ্চিত্র পরিচালক সমিতি। এই সমিতির ৩৬১ জন ভোটারের মধ্যে ৭৯ জন ভোটার ভোট দিতে আসেননি। ভোটে অংশগ্রহণ করেছেন ২৮২ জন। এর মধ্যে ৪৪ জন হলেন প্রার্থী। এই কমিটি আগামী দুই বছরের মেয়াদে নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়