শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২১-২২ মেয়াদে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন সুমন নির্বাচিত হয়েছেন

ইমরুল শাহেদ: ২ এপ্রিল শুক্রবার ছিল চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। বেশ সমারোহেই নির্বাচন সম্পন্ন হয়েছে। সন্ধ্যার পর যখন ভোট গণনা শুরু হয় তখন উদ্বেগ নিয়ে বিভিন্ন প্রার্থীরা এদিক ওদিক ঘুরাঘুরি করছিলেন এবং সকলে যখন ভোটারদের গতিবিধি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছিলেন, তখন সভাপতি প্রার্থী পরিচালক সোহানুর রহমান সোহান ক্যান্টিনের পাশে দাঁড়িয়ে একের পর এক কোমল পানীয়ের কৌটা পান করেই চলেছেন।

একজন এসে বললেন, ভাই ঠান্ডা খেতে থাকলেতো আপনি অসুস্থ হয়ে পড়বেন। সোহান হেসে দিয়ে বললেন, ‘আমি সত্যিই টেনশনে আছি। হারবো কি জিতবো বুঝতে পারছি না। তবে আমরা যদি জিতে আসি, চলচ্চিত্র ব্যবসাকে আগের অবস্থানে ফিরিয়ে আনব।’ সোহান-শাহীন প্যানেলের ছয় জন বাদ দিয়ে সবাই নির্বাচনে জিতেছেন।

তাদের মধ্যে সভাপতি - সোহানুর রহমান রহমান, সহ-সভাপতি - ছটকু আহমেদ, মহাসচিব - শাহীন সুমন, উপ-মহাসচিব - কবিরুল ইসলাম রানা, অর্থ সচিব - সালাউদ্দিন, সাংগঠকি সম্পাদক - রকিবুল ইসলাম রকিব, আন্তর্জাতিক ও প্রযুক্তি - নোমান রবিন এবং সাংস্কৃতিক ও ক্রীড়া - শাহীন কবীর টুটুল নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্যরা হলেন পল্লী মালেক, জাকির হোসেন রাজু, রহিম বাবু, মাসুমা রহমান তানি, সেলিম আজম, মোস্তাফিজুর রহমান বাবু, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মণি, শাহাদাৎ হোসেন লিটন ও হাবিবুল ইসলাম হাবিব। ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসের প্রথম প্রহরে নতুন নেতৃত্ব পেয়ে গেল চলচ্চিত্র পরিচালক সমিতি। এই সমিতির ৩৬১ জন ভোটারের মধ্যে ৭৯ জন ভোটার ভোট দিতে আসেননি। ভোটে অংশগ্রহণ করেছেন ২৮২ জন। এর মধ্যে ৪৪ জন হলেন প্রার্থী। এই কমিটি আগামী দুই বছরের মেয়াদে নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়