শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০১:২৪ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় আবারো মাস্কবিহীন ৫২ জনকে জরিমানা

 

কায়সার হামিদ মানিক: করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাস্কবিহীন ৫২ জন পথচারী ও সাধারণ মানুষদের ১৯টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

শুক্রবার (২ এপ্রিল) বিকাল ও সন্ধ্যার দিকে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উখিয়া সদর, কোর্টবাজার, মরিচ্যা বাজার ও সোনারপাড়া বাজারে মাস্কবিহীন পথচারী, বিভিন্ন দোকানের শ্রমিক, যানবাহন চালক এবং যাত্রীদের করোনা ভাইরাসে সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান জানান, স্বাস্থ্যবিধি না মানায় উখিয়া উপজেলার চারটি স্টেশনে অভিযান পরিচালনা করে ৫২ জনকে ১৯ টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ২১ মার্চও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫৩ জনকে ১৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছিলেন উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়