শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০১:২৪ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় আবারো মাস্কবিহীন ৫২ জনকে জরিমানা

 

কায়সার হামিদ মানিক: করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাস্কবিহীন ৫২ জন পথচারী ও সাধারণ মানুষদের ১৯টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

শুক্রবার (২ এপ্রিল) বিকাল ও সন্ধ্যার দিকে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উখিয়া সদর, কোর্টবাজার, মরিচ্যা বাজার ও সোনারপাড়া বাজারে মাস্কবিহীন পথচারী, বিভিন্ন দোকানের শ্রমিক, যানবাহন চালক এবং যাত্রীদের করোনা ভাইরাসে সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান জানান, স্বাস্থ্যবিধি না মানায় উখিয়া উপজেলার চারটি স্টেশনে অভিযান পরিচালনা করে ৫২ জনকে ১৯ টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ২১ মার্চও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫৩ জনকে ১৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছিলেন উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়