শিরোনাম
◈ পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা পরিবারের ভাগ্য নির্ধারণ আজ ◈ এনসিপিসহ চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ বৃহস্পতিবার ◈ যেসব স্বর্ণ মিলল শেখ হাসিনার লকারে, দেখুন ছবিতে ◈ একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য ◈ আর্থিক দুরবস্থায় একীভূত হওয়া ৫ ব্যাংকে বেতন–ভাতা কমছে ◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে ◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০১:২৪ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় আবারো মাস্কবিহীন ৫২ জনকে জরিমানা

 

কায়সার হামিদ মানিক: করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাস্কবিহীন ৫২ জন পথচারী ও সাধারণ মানুষদের ১৯টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

শুক্রবার (২ এপ্রিল) বিকাল ও সন্ধ্যার দিকে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উখিয়া সদর, কোর্টবাজার, মরিচ্যা বাজার ও সোনারপাড়া বাজারে মাস্কবিহীন পথচারী, বিভিন্ন দোকানের শ্রমিক, যানবাহন চালক এবং যাত্রীদের করোনা ভাইরাসে সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান জানান, স্বাস্থ্যবিধি না মানায় উখিয়া উপজেলার চারটি স্টেশনে অভিযান পরিচালনা করে ৫২ জনকে ১৯ টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ২১ মার্চও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫৩ জনকে ১৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছিলেন উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়