শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় আলুর বাম্পার ফলন স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের

ফরিদুল মোস্তফা: [২] কক্সবাজারে উখিয়া উপজেলা ধান চাষের জন্য খ্যাত। তবে অধিক লাভের আশায় এই অঞ্চলের কৃষকরা কৃষি অফিসের পরামর্শ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দিন দিন রবি ফসল চাষের দিকে ঝুঁকছেন। চলতি রবি মৌসুমে আলুর বাম্পার ফলনের পাশাপাশি ভালো দামও পাচ্ছেন। যার কারণে এখন কৃষকের চোখেমুখে হাসির ঝিলিক ফুটিয়ে তুলেছে, মনে দোলা দিচ্ছে স্বপ্ন।

[৩] উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের অধিকাংশ মাঠ জুড়েই এখন শোভা পাচ্ছে আলুর গাছের সবুজের সমারোহ। চলতি রবি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলুর চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৬০ হেক্টর জমিতে কিন্তু চাষ হয়েছে ১৮০ হেক্টর জমিতে। টােটাল ফলন হয়েছে ৩২৪০ মেঃটন।

[৪] কৃষকরা কৃষি অফিসের পরামর্শে অধিক ফলনশীল জাতের কাটিনা ডায়মন্ড, উফসি ও স্থানীয় জাতের আলু চাষ করেছেন। যদিও উপজেলাতে এখনও পুরোদমে জমি থেকে আলু তোলা শুরু হয়নি। তবুও যেসব কৃষক আগাম জাতের আলু চাষ করেছিলেন তারা আলু তোলা শুরু করেছেন। আর কয়েকদিন পর পুরোদমে আলু তোলা শুরু হবে। তবে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাইয়ের আক্রমণ কম থাকায় কৃষকরা প্রতি হেক্টর জমিতে ১৫-২০ টন আলুর ফলন পাবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া বর্তমানে বাজারে আলুর চাহিদা ও দাম ভালো থাকায় চাষিরা আলু কয়েক দফার বন্যায় আমন ধানের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।

[৫] ভালুকিয়া পালং এলাকার চাষী আলমগীর বলেন, এবার আলুর গাছ আমাকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। জমিতে এবার রেকর্ড পরিমাণ আলুর ফলনের আশা করছি। আলুর বাম্পার ফলন ও ভালো দামে পূর্বের ক্ষতি পুষিয়ে নিতে পারবো। এছাড়া কৃষি অফিসের সার্বিক সহযোগিতা আর পরামর্শের কারণে আলুর তেমন কোনও রোগ হয়নি।’

[৬] কোটবাজার কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হারুণ জানান, গত বছরের তুলনায় এ বছর আলুর ফলন ভালো হয়েছে। কেজিতে বিক্রি হচ্ছে গড়ে ২৬ থেকে ২৮ টাকা দরে। প্রতিদিন এ বাজার থেকে কমপক্ষে ৪-৫ টন আলু চলে যায় বিভিন্ন বাজার ও পাইকারি আড়তে।

[৭] উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, চলতি রবি মৌসুমে কৃষকরা যাতে রবিশস্য চাষ করে ভালো ফলন পান সেজন্য উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বল্প খরচে ফসল উৎপাদনে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি।’ সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়