শিরোনাম
◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ◈ সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব (ভিডিও) ◈ চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিলেন মনোনয়ন

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৬:০০ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী ক্রিকেটের উপর বই লিখছেন সাবেক খেলোয়াড় মিশু চৌধুরী

এল আর বাদল: [২] মিশু চৌধুরী এক সময় ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। সেই তিনি ব্যাট বল ছেড়ে পুরোদস্তুর বিনোদন জগতের মানুষ। টিভিতে অভিনয়ের পাশাপাশি খেলাবিষয়ক অনুষ্ঠান সঞ্চালনা করেন। মিশু চৌধুরী এবার হাত দিয়েছেন লেখা লেখিতে।

[৩] তবে নাটকের কাহীনি কিংবা কোনো গল্প লেখা নয়। তিনি লিখছেন নারী ক্রিকেটের উপর বই। ১৯৮০ সাল থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পর্যন্ত নারীদের ক্রিকেটের বিবর্তন স্থান পাবে বইতে। তবে বইটির নাম কী হবে, সেটা এখনো ঠিক চূড়ান্ত হয়নি বলে জানালেন মিশু চৌধুরী। কোভিড -১৯ এর কারণে বই প্রকাশের দিনক্ষণ অগ্রিম ঘোষণা দেয়া সম্ভব নয় বলেও আমাদের নতুন সময়ের প্রতিনিধিকে জানালেন তিনি। মিশু বলেছেন, ক্রিকেটের উপর লেখা বইটি বাংলার সঙ্গে ইংরেজী সংস্করণও থাকবে। বইটির দুই সংস্করণই আগামী বছর (২০২২সাল) প্রকাশ করতে পারবো।

[৪] এই প্রতিনিধিকে মিশু চৌধুরী বলেন, বাংলাদেশের নারী ক্রিকেট নিয়ে তেমন তথ্য নেই। আমি ৮ বছর ক্রিকেট খেলেছি বলে আমার কাছে মনে হয়েছে, নারী ক্রিকেটারদের নিয়ে জোড়ালো কিছু লেখা প্রয়োজন। তিনি বলেন, আমার বইতে ১৯৮০-র দশকে দেশের নারী ক্রিকেট শুরুর পর এ পর্যন্ত নানা ঘটনা থাকবে। নারী ক্রিকেটের সব অধিনায়কের সাক্ষাৎকারও থাকবে।

[৫] মিশু বলেন, আশির দশকে ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের সঙ্গে খেলেছে বাংলাদেশ। সেই সময়কার ক্রিকেটারদের দৃষ্টিতে সেকাল এবং একালের বাংলাদেশের নারী ক্রিকেটের পার্থক্য তুলে ধরা হবে। এই বইটি একজনকে উৎসর্গ করবেন মিশু। তিনি বলেছেন, আমার পরিবারের কাউকে নয়, এমন একজনের নামে উৎসর্গ করবো, তার নাম এখনই বলতে চাই না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়