শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনে ব্রিটেনে অন্তত ৩০ জনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা চিহ্নিত

রাশিদুল ইসলাম : [২] ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলছে এর আগে ফাইজার-বায়োনটেকের টিকা গ্রহণের পর এ ধরনের রক্ত জমাট বাধার কোন রিপোর্ট তারা পায় নি। ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা এখনো বিশ্বাস করেন যে, করোনাভাইরাস প্রতিরোধের জন্য অ্যাস্ট্রেজেনেকার টিকা গ্রহণের পর এই ধরনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটবে না। ডেইলি মেইল

[৩] ইউরোপের বহু দেশ এধরনের ঘটনার জন্যে অ্যাস্ট্রেজেনেকার টিকা ব্যবহার বন্ধ করে দেয়। কোনো কোনো দেশ আবার টিকাদান শুরু করেছে। কোনো কোনো দেশে তার মাত্রা ছিল কম।

[৪] ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডসহ বিশ্বের ২০টিরও বেশি দেশে অ্যাস্ট্রেজেনেকার টিকা গ্রহণের পর রক্তজমাট বাধার ঘটনা চিহ্নিত করা হয়েছে।

[৫] এপর্যন্ত ১৮ মিলিয়ন ব্রিটিশ নাগরিককে অ্যাস্ট্রেজেনেকার টিকা দেওয়া হয়েছে। গত ১৮ মার্চ প্রথম ৫ জনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটে। তখন ১১ মিলিয়ন ব্রিটিশ নাগরিককে এ টিকা দেওয়া হয়েছিল। ব্রিটেনে এবার যে ৩০ জনের রক্ত জমাট বেঁধেছে তাদের ২২ জনের মস্তিষ্কে সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিসের ধরণ ছিল।

[৬] অ্যাস্ট্রেজেনেকার পক্ষ থেকে বলা হয়েছে তাদের টিকা এখনো নিরাপদ ও কার্যকর। আর তাদের টিকা দেওয়ার কারণেই রক্ত জমাট বাঁধার কোনো কারণ এখনো সুনিশ্চিত হয়নি।

[৭] তবে স্বাস্থ্যকর্মকর্তারা বলছে তারা এখনো বিশ্বাস করেন রক্তের জমাট বাঁধার চেয়ে ভ্যাকসিনের সুবিধা এখনো অনেক বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়