শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনে ব্রিটেনে অন্তত ৩০ জনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা চিহ্নিত

রাশিদুল ইসলাম : [২] ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলছে এর আগে ফাইজার-বায়োনটেকের টিকা গ্রহণের পর এ ধরনের রক্ত জমাট বাধার কোন রিপোর্ট তারা পায় নি। ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা এখনো বিশ্বাস করেন যে, করোনাভাইরাস প্রতিরোধের জন্য অ্যাস্ট্রেজেনেকার টিকা গ্রহণের পর এই ধরনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটবে না। ডেইলি মেইল

[৩] ইউরোপের বহু দেশ এধরনের ঘটনার জন্যে অ্যাস্ট্রেজেনেকার টিকা ব্যবহার বন্ধ করে দেয়। কোনো কোনো দেশ আবার টিকাদান শুরু করেছে। কোনো কোনো দেশে তার মাত্রা ছিল কম।

[৪] ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডসহ বিশ্বের ২০টিরও বেশি দেশে অ্যাস্ট্রেজেনেকার টিকা গ্রহণের পর রক্তজমাট বাধার ঘটনা চিহ্নিত করা হয়েছে।

[৫] এপর্যন্ত ১৮ মিলিয়ন ব্রিটিশ নাগরিককে অ্যাস্ট্রেজেনেকার টিকা দেওয়া হয়েছে। গত ১৮ মার্চ প্রথম ৫ জনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটে। তখন ১১ মিলিয়ন ব্রিটিশ নাগরিককে এ টিকা দেওয়া হয়েছিল। ব্রিটেনে এবার যে ৩০ জনের রক্ত জমাট বেঁধেছে তাদের ২২ জনের মস্তিষ্কে সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিসের ধরণ ছিল।

[৬] অ্যাস্ট্রেজেনেকার পক্ষ থেকে বলা হয়েছে তাদের টিকা এখনো নিরাপদ ও কার্যকর। আর তাদের টিকা দেওয়ার কারণেই রক্ত জমাট বাঁধার কোনো কারণ এখনো সুনিশ্চিত হয়নি।

[৭] তবে স্বাস্থ্যকর্মকর্তারা বলছে তারা এখনো বিশ্বাস করেন রক্তের জমাট বাঁধার চেয়ে ভ্যাকসিনের সুবিধা এখনো অনেক বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়