শিরোনাম
◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল? ◈ দেশজুড়ে শীতের দাপট বাড়বে, আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’ ◈ হাদি হত্যা মামলার চার্জশিট জানুয়ারির ৭ তারিখের মধ্যে : আইজিপি

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনে ব্রিটেনে অন্তত ৩০ জনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা চিহ্নিত

রাশিদুল ইসলাম : [২] ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলছে এর আগে ফাইজার-বায়োনটেকের টিকা গ্রহণের পর এ ধরনের রক্ত জমাট বাধার কোন রিপোর্ট তারা পায় নি। ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা এখনো বিশ্বাস করেন যে, করোনাভাইরাস প্রতিরোধের জন্য অ্যাস্ট্রেজেনেকার টিকা গ্রহণের পর এই ধরনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটবে না। ডেইলি মেইল

[৩] ইউরোপের বহু দেশ এধরনের ঘটনার জন্যে অ্যাস্ট্রেজেনেকার টিকা ব্যবহার বন্ধ করে দেয়। কোনো কোনো দেশ আবার টিকাদান শুরু করেছে। কোনো কোনো দেশে তার মাত্রা ছিল কম।

[৪] ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডসহ বিশ্বের ২০টিরও বেশি দেশে অ্যাস্ট্রেজেনেকার টিকা গ্রহণের পর রক্তজমাট বাধার ঘটনা চিহ্নিত করা হয়েছে।

[৫] এপর্যন্ত ১৮ মিলিয়ন ব্রিটিশ নাগরিককে অ্যাস্ট্রেজেনেকার টিকা দেওয়া হয়েছে। গত ১৮ মার্চ প্রথম ৫ জনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটে। তখন ১১ মিলিয়ন ব্রিটিশ নাগরিককে এ টিকা দেওয়া হয়েছিল। ব্রিটেনে এবার যে ৩০ জনের রক্ত জমাট বেঁধেছে তাদের ২২ জনের মস্তিষ্কে সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিসের ধরণ ছিল।

[৬] অ্যাস্ট্রেজেনেকার পক্ষ থেকে বলা হয়েছে তাদের টিকা এখনো নিরাপদ ও কার্যকর। আর তাদের টিকা দেওয়ার কারণেই রক্ত জমাট বাঁধার কোনো কারণ এখনো সুনিশ্চিত হয়নি।

[৭] তবে স্বাস্থ্যকর্মকর্তারা বলছে তারা এখনো বিশ্বাস করেন রক্তের জমাট বাঁধার চেয়ে ভ্যাকসিনের সুবিধা এখনো অনেক বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়