শিরোনাম
◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনে ব্রিটেনে অন্তত ৩০ জনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা চিহ্নিত

রাশিদুল ইসলাম : [২] ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলছে এর আগে ফাইজার-বায়োনটেকের টিকা গ্রহণের পর এ ধরনের রক্ত জমাট বাধার কোন রিপোর্ট তারা পায় নি। ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা এখনো বিশ্বাস করেন যে, করোনাভাইরাস প্রতিরোধের জন্য অ্যাস্ট্রেজেনেকার টিকা গ্রহণের পর এই ধরনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটবে না। ডেইলি মেইল

[৩] ইউরোপের বহু দেশ এধরনের ঘটনার জন্যে অ্যাস্ট্রেজেনেকার টিকা ব্যবহার বন্ধ করে দেয়। কোনো কোনো দেশ আবার টিকাদান শুরু করেছে। কোনো কোনো দেশে তার মাত্রা ছিল কম।

[৪] ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডসহ বিশ্বের ২০টিরও বেশি দেশে অ্যাস্ট্রেজেনেকার টিকা গ্রহণের পর রক্তজমাট বাধার ঘটনা চিহ্নিত করা হয়েছে।

[৫] এপর্যন্ত ১৮ মিলিয়ন ব্রিটিশ নাগরিককে অ্যাস্ট্রেজেনেকার টিকা দেওয়া হয়েছে। গত ১৮ মার্চ প্রথম ৫ জনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটে। তখন ১১ মিলিয়ন ব্রিটিশ নাগরিককে এ টিকা দেওয়া হয়েছিল। ব্রিটেনে এবার যে ৩০ জনের রক্ত জমাট বেঁধেছে তাদের ২২ জনের মস্তিষ্কে সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিসের ধরণ ছিল।

[৬] অ্যাস্ট্রেজেনেকার পক্ষ থেকে বলা হয়েছে তাদের টিকা এখনো নিরাপদ ও কার্যকর। আর তাদের টিকা দেওয়ার কারণেই রক্ত জমাট বাঁধার কোনো কারণ এখনো সুনিশ্চিত হয়নি।

[৭] তবে স্বাস্থ্যকর্মকর্তারা বলছে তারা এখনো বিশ্বাস করেন রক্তের জমাট বাঁধার চেয়ে ভ্যাকসিনের সুবিধা এখনো অনেক বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়