সুজন কৈরী : সাভারের আমিনবাজার এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের ৮৮০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পেঁয়াজবোঝাই ট্রাকও জব্দ করা হয়েছে। আটক মাদক কারবারিরা হলেন- নবাব (২৮) ও নাহিদ ইসলাম (২৯)।
শুক্রবার দুপুরে র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে পেঁয়াজ পরিবহনের আড়ালে হেরোইন আনতেন। পরে এসব মাদক রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।