স্পোর্টস ডেস্ক : [২] এ বছর অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে টি- টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। তবে এই বিশ্ব আসরে এখনও নিশ্চিত নয় পাকিস্তানের অংশগ্রহণ। রাজনৈতিক বৈরিতার কারণে অনেকদিন থেকে দেশটির নাগরিকদের ভারতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার।
[৩] অংশগ্রহণের নিশ্চয়তা চেয়ে বেশ কয়েকবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে নিজেদের উদ্বিগ্নতার কথা উল্লেখ করেছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসিও বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চালিয়েছে এবং সেই আলোচনা ফলপ্রস্যু হয়েছে বলে জানিয়েছিল তারা।
[৪] মার্চের মধ্যে এই নিশ্চয়তা না পেলে বিশ্বকাপ সরিয়ে অন্য কোথাও আয়োজনের দাবিও তুলেছিল পিসিবি। মূলত বৈশ্বিক এই আসরে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ক্রিকেটার, সাংবাদিক, সমর্থকরা ভিসা পাবে কিনা সে ব্যাপারে নিশ্চয়তা চেয়েছিল দেশটি।
[৫] তবে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণে কোন জটিলতা নেই উল্লেখ করে আইসিসিকে নিশ্চিত করেছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরই প্রেক্ষিতে আইসিসি জানালো এক মাসের মধ্যেই সকল সমস্যার সমাধান হবে।
[৬] একটি বিবৃতিতে তারা জানিয়েছে, ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে বোর্ড একটি আপডেট পেয়েছে। এর মধ্যে কর ব্যবস্থা এবং ভিসার গ্যারান্টি সম্পর্কে ভারত সরকারের সঙ্গে বিসিসিআইয়ের ইতিবাচক আলোচনা অন্তর্ভূক্ত আছে। এটা প্রত্যাশা করা হয় যে উভয় ইস্যু আগামী মাসেই সমাধান করা হবে।
[৭] ২০১২ সালে সর্বশেষ ভারতে দ্বিপক্ষীয় টুর্নামেন্ট খেলে পাকিস্তান। অবশ্য এরপর ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে অংশগ্রহণের অনুমতি দেয় দেশটির সরকার। ২০২০ সালের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ২০২১ সালের জুনে সেটিকেও ভারতের অনুরোধে পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো