রাকিবুল রিফাত: [২] প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান সৌদি আরবের জ্বালানী মন্ত্রী মন্ত্রিসভায় ওপেকভুক্ত ১৩টি দেশকে সতর্ক করে তেল উৎপাদনে ধীর নীতি অবলম্বনের বিষয়ে পরামর্শ দেন। আরব নিউজ
[৩] নতুন করে করোনা সংক্রমণ তেলের মূল্যে পুনরায় প্রভাব ফেলতে পারে বলে তিনি আশংকা জানান। প্রতিদিন ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন কতটা বৃদ্ধি করা যায় তা নিয়ে আলোচানার তাগিদ দেন সৌদিমন্ত্রী।
[৪] গতমাসে আন্তর্জাতিক বাজারে ওপেকের তেল সরবারহ বৃদ্ধি পেয়েছে ১১৩ শতাংশ। আব্দুল আজিজ বলেন বর্তমানে তেলের বাজার সংকুচিত ও দরপতন চলছে।
[৫] বিশ্বে তেলের চাহিদার ৮০ শতাংশই ওপেক পূরণ করে। সম্পাদনা : রাশিদ