শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৭:৫১ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতছড়ি জাতীয় উদ্যান ২য় বারের মত বন্ধের ঘোষণা !

হবিগঞ্জ প্রতিনিধি: [২] হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যান ২য় বারের মতো আবারও মাত্র ৫ মাস খোলা থাকার পর বন্ধের ঘোষণা। করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত জনপ্রিয় এ পর্যটন স্পটটি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

[৩] বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে সাতছড়ি জাতীয় উদ্যান বন্ধের বিষয়টি দিনরাতনিউজকে নিশ্চিত করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিৎ চন্দ্র দাশ করোনাভাইরাস

[৪] সংক্রমণ বড়ে যাওয়ায় ১ এপ্রিল মধ্যরাত থেকে ১৫ এপ্রিল পর্যন্ত জেলা প্রশাসক ইশরাত জাহান সাতছড়ি জাতীয় উদ্যান বন্ধ ঘোষণা দিয়ে ১টি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

[৫] সাতছড়ি জাতীয় উদ্যানের বন কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, সরকারি নির্দেশনা অনুয়ায়ী ১ এপ্রিল থেকে সাতছড়ি উদ্যানে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষনা করা হয়েছে।

[৬] এ ব্যাপারে নির্দেশনা পাওয়ার পরপরই উদ্যানের গেটে বন্ধের বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে যেন কোন পর্যটক উদ্যানের ভেতরে প্রবেশ করতে না পারেন সে জন্য নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করবেন।

[৭] উল্লেখ্য, এর আগে গত বছরের ১৯ মার্চ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাতছড়ি উদ্যান পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয়। এর সাড়ে ৭ মাসেরও বেশি সময় পর ১ নভেম্বর উদ্যান পর্যটকদের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ।

[৮] হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০০৫ সালে ৬শ একর পাহাড়ি জমিতে সাতছড়ি জাতীয় উদ্যান গড়ে তোলা হয়। সিলেট বিভাগের এটি অন্যতম একটি ভ্রমণের স্থান হিসেবে পরিচিত। এই উদ্যানে প্রায় ২০০ প্রজাতির পাখি, ৪২ প্রজাতির সরীসৃপ ও স্তন্যপায়ী এবং ছয় প্রজাতির উভচর রয়েছে। সাতছড়ি জাতীয় উদ্যান ২য় বারের মত বন্ধের ঘোষণা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়