শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৪:১৮ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক আনু মোহাম্মদ: মানুষের ভোগান্তি বাড়ানোর জন্য কতো আয়োজন!

অধ্যাপক আনু মোহাম্মদ: বাংলাদেশের উন্নয়নের ধরন কেমন তা বোঝার জন্য ঢাকার দুটো চিহ্ন আমাদের চোখের সামনে ঘুরাঘুরি করে। এর একটি হলো বিশ্বের নামীদামী মডেলের ঝকঝকে গাড়ী, যেগুলো ব্যবহার করে হাতে গোণা কিছু লোক- মন্ত্রী আমলাসহ এই উন্নয়ন ধারায় ফুলতে ফুলতে ঢোল হওয়া কিছু ভিআইপি-সিআইপি; আর অন্যটি হলো সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য সর্বজন বা পাবলিক বাস যেগুলো ২০-২৫ বছরের পুরনো, বারবার রং দেওয়া ভাঙাচোরা বাহন যার মধ্যে গাদাগাদি করে শহরের বেশিরভাগ নারী-পুরুষ, শিশু, বৃদ্ধকে উঠতে হয়, প্রতিদিন জীবন অতীষ্ট করে কাজে যেতে হয়, নিজেদের মধ্যে গন্ডগোল করতে করতে গায়ের ঝাল মেটাতে হয়। এসব বাসের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অনেক কম। নিত্যনতুন ব্যক্তিগত গাড়ীর ঠেলায় সারাক্ষণ ঢাকায় যে জ্যাম লেগে থাকে তার মধ্যে বেশিরভাগ মানুষকে এসব বাসে একজনের ওপর আরেকজন উঠে প্রতিদিন কঠিন জীবনের পরীক্ষা দিতে হয়। তাদের জন্য ‘স্বাস্থ্যবিধি মানুন’, ‘সামাজিক দূরত্ব বজায় রাখুন’ এগুলো হাসি মশকরা ছাড়া আর কী? ৫০ বছরে হাতে গোণা কিছু লোকের জন্য বিশ্বের সবচাইতে দামী গাড়ী ঢাকার হাজির হলেও সংখ্যাগরিষ্ঠ মানুষের সামান্য চাওয়া বড় যথেষ্টসংখ্যক বাস তারই ব্যবস্থা করা যায় না।

বিআরটিসির মতো প্রতিষ্ঠান রাখা আছে কিছু লোকের কেনাকাটার ব্যবস্থা করতে, যা দিয়ে তাদের কর্তাদেরও বড় দামী গাড়ী কেনা সম্ভব হয়। তাই সর্বজনের টাকায় কেনা বিআরটিসির বেশিরভাগ বাস অচল বা গৃহবন্দী। এরপরও লক্করঝক্কর সব বাসের মালিকদের খুশি রাখতে এর ভাড়া বাড়ানোতে সরকারের কার্পণ্য নেই। করোনা বেড়ে যাচ্ছে, সবকিছু খোলা থাকবে, কিন্তু এমনিতেই কম বাস, তার মধ্যে সিট নাই, তার ওপর ভাড়া বাড়লো। মানুষের ভোগান্তি বাড়ানোর জন্য কতো আয়োজন। উন্নয়নের দুই বিপরীত মুখ। তবে সবার জন্যই আতশবাজি আর আলোকসজ্জার ব্যবস্থা আছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়