রাহুল রাজ: [২] বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারে না। শুধু পারে কথা বলতে। এ ম্যাচ হেরেছি, তাতে কী। আগামী ম্যাচে দুর্দান্ত খেলে ঘুরে দাঁড়াবো। সিনিয়র ক্রিকেটাররা এ ধরনের বক্তব্য হরহামেশাই দিয়ে থাকেন। কিন্তু মাঠের চিত্রটার কোনো পরিবর্তন নেই। হারের পর হার, সব শেষ হোয়াইটওয়াশ। তারপেরও যেনো স্বপ্ন শেষ হয় না টাইগারদের।
[৩] মাসব্যাপী নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল সে দেশের বিরুদ্ধে ৬টি ম্যাচ খেলেছে। তিনটি ওয়ানডে আর তিনটি টি- টোয়েন্টি। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে একই পরিণতি নিয়ে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলো।
[৪] বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬৫ রানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। অকল্যান্ডে বৃষ্টির কারণে কমিয়া আনা হয় ম্যাচের পরিধি। ২০ ওভারের জায়গায় ১০ ওভারের ম্যাচ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয় ম্যাচ রেফারিরা।
[৫] নিউজিল্যান্ডের দেওয়া ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ৯ দশমিক ৩ বলেই নিউজিল্যান্ডের বোলারদের আগুনের গোলায় অলআউট হয় ৭৬ রানে।
[১৩]সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১০ ওভারে ১৪১/৩
গাপটিল ৪৪, অ্যালেন ৭১
তাসকিন ১/২৪, শরিফুল ১/২১
[১৪]বাংলাদেশ: ৯.৩ ওভারে ৭৬/১০
নাইম ১৯, মোসাদ্দেক ১৩
অ্যাস্টল ৪/১৩, সাউদি ৩/১৫