শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় ১৮ মামলা, গ্রেপ্তার ২১

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত প্রেসক্লাবসহ ১৮ টি মামলা করা হয়েছে। আর এসব মামলায় পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে ২১ জনকে।

[৩] পুলিশ সূত্রে জানা যায়, হামলা ও সংঘর্ষের ঘটনায় সদর থানায় ১৫ টি, আশুগঞ্জ থানায় দুটি এবং সরাইল থানায় একটি মামলা করা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে সদর থানার পুলিশ ১৮ জনকে এবং আশুগঞ্জ থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

[৪] গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত হেফাজতের সমর্থকদের সংর্ঘষে এতে ১২ জন নিহত হয়।

[৫] এদিকে, আজ বৃহস্পতিবার পুলিশের মহাপরিদশর্ক ব্রাহ্মণবাড়িয়া আসছেন। তিনি বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের স্থানগুলো পরিদর্শন করবেন জানা যায়।

[৬] ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো: শাহজাহান মিয়া বলেন, এ পর্যন্ত থানায় প্রেসক্লাবসহ ১৫ টি মামলা রুজু করা হয়েছে।

[৭] আশুগঞ্জ থানার (ওসি) মো: জাবেদ মাহমুদ বলেন, এ পর্যন্ত ২ টি মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সরাইল থানার (ওসি) নাজমুল আহমেদ বলেন, থানায় ১ টি মামলা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতের হরতালে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। সকাল থেকেই হরতাল সমর্থকেরা বিভিন্ন সড়ক-মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়