শিরোনাম
◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় ১৮ মামলা, গ্রেপ্তার ২১

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত প্রেসক্লাবসহ ১৮ টি মামলা করা হয়েছে। আর এসব মামলায় পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে ২১ জনকে।

[৩] পুলিশ সূত্রে জানা যায়, হামলা ও সংঘর্ষের ঘটনায় সদর থানায় ১৫ টি, আশুগঞ্জ থানায় দুটি এবং সরাইল থানায় একটি মামলা করা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে সদর থানার পুলিশ ১৮ জনকে এবং আশুগঞ্জ থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

[৪] গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত হেফাজতের সমর্থকদের সংর্ঘষে এতে ১২ জন নিহত হয়।

[৫] এদিকে, আজ বৃহস্পতিবার পুলিশের মহাপরিদশর্ক ব্রাহ্মণবাড়িয়া আসছেন। তিনি বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের স্থানগুলো পরিদর্শন করবেন জানা যায়।

[৬] ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো: শাহজাহান মিয়া বলেন, এ পর্যন্ত থানায় প্রেসক্লাবসহ ১৫ টি মামলা রুজু করা হয়েছে।

[৭] আশুগঞ্জ থানার (ওসি) মো: জাবেদ মাহমুদ বলেন, এ পর্যন্ত ২ টি মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সরাইল থানার (ওসি) নাজমুল আহমেদ বলেন, থানায় ১ টি মামলা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতের হরতালে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। সকাল থেকেই হরতাল সমর্থকেরা বিভিন্ন সড়ক-মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়