শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৩:৩৭ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: কোভিডের শুরুতে বাংলাদেশে নির্মমতার শিকার হয়েছেন মূলত উচ্চবিত্ত, শিক্ষিত মানুষেরা

শওগাত আলী সাগর: কোভিডের শুরুতে বাংলাদেশে নির্মমতার শিকার হয়েছেন মূলত উচ্চবিত্ত, শিক্ষিত মানুষেরা। এখন কি মধ্যবিত্তরা এর শিকার হচ্ছেন বেশি। সুনির্দিষ্টভাবে এ ধরনের উপসংহারে আসাটা একটু  কঠিন। তার প্রধানতম কারণ হচ্ছে পর্যাপ্ত ডাটার ঘাটতি। বিশ্বের বিভিন্ন দেশেই কোভিডে আক্রান্তদের নিয়ে নানা ধরনের বিশ্লেষণ হয়েছে-কোন বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছে, এলাকাভেদে কোনো তারতম্য হচ্ছে কিনা, নারী পুরুষ কিংবা বয়সভেদে রকমফের হয় কিনা। কতো ধরনের সমীক্ষা যে হচ্ছে তার ইয়ত্তা নেই। অর্থনৈতিক সক্ষমতা তথা শ্রেলিভেদে কোভিডের সংক্রমণের হারটা নিয়ে প্রায় সবদেশেই কোনো না কোনো সমীক্ষা হয়েছে। বাংলাদেশে সবসময়ই বলা হয়েছে গ্রামের মানুষ, বস্তিবাসী বা শ্রমিক শ্রেণির মধ্যে কোভিডের সংক্রমণ সেই অর্থে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শিক্ষিত মানুষেরা এমনকি সাংবাদিকদের অনেকেও এ নিয়ে অহংকার প্রকাশ করেছেন।

কোভিডের এই পর্যায়ে এসে এইসব হিসাব নিকাশ, অহংকার কি ভুল হিসেবে চিহ্নিত হবে। সুনির্দিষ্ট ডাটা না থাকলেও, ব্যক্তিগত পর্যায়ে  অনেকেই বলতে শুরু করেছেন বাংলাদেশে এখন মধ্যবিত্তরা বেশি আক্রান্ত হচ্ছেন। তারপর কি তাহলে নিম্নবিত্তরা বা শ্রমিক শ্রেণির মধ্যে  সংক্রমণ ছড়াবে। পৃথিবীর সব দেশ যখন কোভিড নিয়ন্ত্রণ করে ফেলবে তখনো বাংলাদেশে কোভিড থেকে যাবে, তখনি মূলত নিম্নবিত্ত আর শ্রমিক শ্রেণির সংক্রমণের চিত্রটা সামনে আসবে। এমন আশঙ্কা অনেকেই ব্যক্তিগত আলাপচারিতায় প্রকাশ করছেন। কোভিডের বর্তমান চিত্রটা বিশেষ করে সংক্রমণের হারটা ‘আমরা কোভিড নিয়ন্ত্রণে রাখতে পেরেছি’ জাতীয় আত্মতৃপ্তিকে অবশ্যই চাপের মধ্যে ফেলে দিয়েছে।

গত কয়েক দিনের হেফাজতের আন্দোলনে জনসমাগম ‘আগুনে ঘি ঢালার মতো’ কোভিডের সংক্রমণ বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে কিনা সেটি কখনোই নিশ্চিত করে বলা যাবে না। প্রয়োজনীয় টেস্ট আর ডাটার অভাবেই সেই তথ্যটা সামনে আসবে না। কেউ কেউ এ নিয়ে প্রশ্ন তুললে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার লোকেরও অভাব হবে না। ঢাকার বই মেলাকেও এর সঙ্গে আলোচনায় রাখতে হবে। এক বছরের বেশি সময় পর, ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার পর পশ্চিমা অনেক শক্তিশালী দেশই নতুন করে নিজেদের আতঙ্কের কথা প্রকাশ করে ফেলেছেন। হোয়াইট হাউজে সোমবার যে ব্রিফিংটা দেওয়া হয়েছে, সেখানে মার্কিন শীর্ষকর্তাদের যে আতঙ্ক আর অসহায়ত্ব প্রকাশ পেয়েছে সেটির দিকে চোখ রাখলেই তো পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন সহজ হয়ে যায়। লেখক : সিনিয়র সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়