শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১ এপ্রিল বসবে জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন, চলবে ৩ কার্যদিবস

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামী ১ এপ্রিল বেলা ১১টায় শুরু হবে। চলমান করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এবার মাত্র তিন কার্যদিবস চলবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের সিনিয়র সহকারি সচিব ওয়ারেছ হোসেন।

[৩] জানা যায়, সংক্ষিপ্ত এই অধিবেশন চলবে ১, ৩ ও ৪ এপ্রিল। বরাবরের মতো এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চলবে। অধিবেশনে যোগ দিতে হলে সংসদ সদস্যদের করোনা টেস্ট করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদে প্রবেশ করতে হবে।

[৪] করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় মহামারীর এই বিশেষ পরিস্থিতিতে দ্বাদশ অধিবেশনে সংসদ সদস্যদের মধ্যে যাদের কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট রয়েছে শুধু তারাই অংশ নিতে পারবেন বলে জানান জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী।

[৫] তিনি বলেন, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা হবে। প্রতিটি কার্যদিবসে ৭০-৮০ জন সংসদ সদস্যের উপস্থিতি নিশ্চিত করা হবে। করোনা ঝুঁকি এড়াতে আগের অধিবেশনগুলোর মতো মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে আসন বিন্যাস করা হবে।

[৬] এদিকে, এবারও জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার জন্য জাতীয় সংসদ সচিবালয় সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না বলে জানিয়েছে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা। গণসংযোগ শাখা থেকে বাংলাদেশ টেলিভিশন/সংসদ বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার অনুরোধ জানানো হয়েছে।

[৭] সূত্র জানায়, অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে । বিল পাস ছাড়াও এই অধিবেশনে স্বাধীনতার ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে সাধারণ আলোচনা হতে পারে। অধিবেশনের প্রথম দিনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে অধিবেশন মূলতবি করা হবে।

[৮] উল্লেখ্য, সংসদের একাদশ ও শীতকালীন অধিবেশন ১৮ জানুয়ারি শুরু হয়েছিল। এটি শেষ হয় ২ ফেব্রুয়ারি। এই অধিবেশনের কার্যদিবস ছিল ১২টি। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসতে হয়।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়