বাশার নূরু: [২] বুধবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২১’-এর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
[৩] মঙ্গলবার পর্যন্ত বইমেলা বেলা ৩টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলেছে।
[৪] করোনা মহামারির নানা বাধা পেরিয়ে গত ১৮ মার্চ বাঙালির প্রাণের উৎসব 'অমর একুশে গ্রন্থমেলা' শুরু হয়। ওইদিন বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণের মূল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[৫] বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ১৫ লাখ বর্গফুট জায়গায় নিয়ে বসেছে এবারের বইমেলা।
[৬]এবারের বইমেলার মূল থিম 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী'।