শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৪:৪২ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে ট্রেন থেকে ফেন্সিডিলসহ এক যুবক আটক

স্বপন দেব : [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলওয়ে থানা পুলিশ ট্রেনে অভিযান করে ১০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছায়। এসময় শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই সালাউদ্দিন খান নোমান ফোর্সসহ ট্রেনের “ছ” বগিতে অভিযান পরিচালনা করে।

[৩] রেলওয়ে থানা সূত্রে জানা যায়, অভিযানকালে ট্রেনের ‘ছ’ বগির পশ্চিম পাশের দরজায় দাঁড়িয়ে থাকা রুবেল মিয়া (২০) নামে এক যুবককে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। সেসময় তার কোমর থেকে কসটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পায় পুলিশ। যাত্রীদের সামনে প্যাকেট খুললে সেখানে প্যাকেটের ভেতর ১০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

[৪] সেখান থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে । আটককৃত রুবেল মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ছালামতপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে বলে জানা যায়।

[৫] ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, আজমপুর স্টেশন এলাকার মো .মিজান মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ফেনসিডিল গুলো কিনে সিলেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রেনে রুটিনমাফিক অভিযানের অংশ হিসেবে গতকালও অভিযান করা হয়েছে।

[৬] এসময় সন্দেহ হলে ট্রেনে থাকা মোঃ রুবেল মিয়া’কে তল্লাশি করা হয়। তল্লাশি করে তার কোমর থেকে দশ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়