শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ১১:৪৬ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেমন হতে পারে জাহারা মিতুর বাছ-বিচারের ক্যারিয়ার

ইমরুল শাহেদ: ঢাকার চলচ্চিত্রে জাহারা মিতু নবাগত। দুই বা তিনটি ছবিতে কাজ করছেন। এখনো তার কোনো ছবি মুক্তি পায়নি। দর্শক তাকে কিভাবে নেবেন বা আদৌ নেবেন কিনা সেটা এখনো নিশ্চিতও নয়। শাকিব খানের বিপরীতে কাজ করলেই কেউ শাকিবের মতো তারকা তৈরি হয়ে যান না। অতীতে সেটাই প্রমাণিত হয়েছে।

শাকিব খান তৈরি হতেও সময় লেগেছে। তাকে অতিক্রম করতে হয়েছে অনেক চড়াই উৎরাই। অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ নামে একটি ছবিতে কাজ করার কথা ছিল জাহারা মিতুর। এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেছেন, খবরটি মোটেও সত্যিই নয়। তবে নতুন ছবিতে অভিনয়ের খবর খুব শিগগির পাওয়া যাবে। ‘যন্ত্রণা’ প্রসঙ্গে বললেন, ‘ছবিটি নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়। গল্প মনঃপূত না হওয়াতে কথা আর আগাইনি। এর বাইরেও গত বেশ কিছুদিনে আমার কাছে ১০টি ছবিতে অভিনয় করার প্রস্তাব এসেছে। ওসব ছবিও আমার করাটা ঠিক হবে বলে মনে হয়নি।’

জাহারা মিতু বললেন, ‘আমি আগেই বলেছি, টাকা কামানোর জন্য মিডিয়াতে আসিনি। টাকার চিন্তা করলে আরও অনেক কিছুই করতে পারতাম। সম্মান ও মানুষের ভালোবাসা পেতে আমি এই অঙ্গনে কাজ করতে এসেছি। সবার সেই ভালোবাসা আমি টেরও পাচ্ছি। এই ভালোবাসা আমার দায়িত্বও বাড়িয়ে দিয়েছে।’ জাহারা মিতুর এ বক্তব্য শুনে অপূর্ব রানা হাসতে হাসতে বললেন, ‘না করতে চাইলে করবে না। আমরা আরেকজনকে নিয়ে করব।’ কিন্তু যন্ত্রণা ছবির একজন ইউনিট সদস্য বলেছেন, ‘তিনি যদি না করেন তাহলে চুক্তিপত্র সই করে আগাম নিয়েছেন কেন? টাকাতো ফেরত দেননি।

গণমাধ্যমকে যা বলছে সেটাতো আমাদের বলেনি।’ ক্যাসিনো ব্যবসায়ীদের মাধ্যমে চলচ্চিত্রে আসা জাহারা মিতু অভিনীত প্রথম ছবি আগুন এখন সময়ের গ্যাড়াকলে বন্দী। ছবিটি শুরু হয়েছে ২০১৯ সালে। এখন চলছে ২০২১। এছাড়া জাহারা মিতু আরেকটি ছবি করছেন কলকাতার দেবের সঙ্গে। দেবও নিজ দেশেই এখন আর প্রত্যাশিত তারকা নন। বয়সের কারণেও তিনি অনেকটা ¤্রয়িমান হয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে জাহারা মিতুর ক্যারিয়ার কেমন হবে সেটাই হলো ভাবনার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়