শিরোনাম
◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল ◈ ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ১১:৪৬ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেমন হতে পারে জাহারা মিতুর বাছ-বিচারের ক্যারিয়ার

ইমরুল শাহেদ: ঢাকার চলচ্চিত্রে জাহারা মিতু নবাগত। দুই বা তিনটি ছবিতে কাজ করছেন। এখনো তার কোনো ছবি মুক্তি পায়নি। দর্শক তাকে কিভাবে নেবেন বা আদৌ নেবেন কিনা সেটা এখনো নিশ্চিতও নয়। শাকিব খানের বিপরীতে কাজ করলেই কেউ শাকিবের মতো তারকা তৈরি হয়ে যান না। অতীতে সেটাই প্রমাণিত হয়েছে।

শাকিব খান তৈরি হতেও সময় লেগেছে। তাকে অতিক্রম করতে হয়েছে অনেক চড়াই উৎরাই। অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ নামে একটি ছবিতে কাজ করার কথা ছিল জাহারা মিতুর। এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেছেন, খবরটি মোটেও সত্যিই নয়। তবে নতুন ছবিতে অভিনয়ের খবর খুব শিগগির পাওয়া যাবে। ‘যন্ত্রণা’ প্রসঙ্গে বললেন, ‘ছবিটি নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়। গল্প মনঃপূত না হওয়াতে কথা আর আগাইনি। এর বাইরেও গত বেশ কিছুদিনে আমার কাছে ১০টি ছবিতে অভিনয় করার প্রস্তাব এসেছে। ওসব ছবিও আমার করাটা ঠিক হবে বলে মনে হয়নি।’

জাহারা মিতু বললেন, ‘আমি আগেই বলেছি, টাকা কামানোর জন্য মিডিয়াতে আসিনি। টাকার চিন্তা করলে আরও অনেক কিছুই করতে পারতাম। সম্মান ও মানুষের ভালোবাসা পেতে আমি এই অঙ্গনে কাজ করতে এসেছি। সবার সেই ভালোবাসা আমি টেরও পাচ্ছি। এই ভালোবাসা আমার দায়িত্বও বাড়িয়ে দিয়েছে।’ জাহারা মিতুর এ বক্তব্য শুনে অপূর্ব রানা হাসতে হাসতে বললেন, ‘না করতে চাইলে করবে না। আমরা আরেকজনকে নিয়ে করব।’ কিন্তু যন্ত্রণা ছবির একজন ইউনিট সদস্য বলেছেন, ‘তিনি যদি না করেন তাহলে চুক্তিপত্র সই করে আগাম নিয়েছেন কেন? টাকাতো ফেরত দেননি।

গণমাধ্যমকে যা বলছে সেটাতো আমাদের বলেনি।’ ক্যাসিনো ব্যবসায়ীদের মাধ্যমে চলচ্চিত্রে আসা জাহারা মিতু অভিনীত প্রথম ছবি আগুন এখন সময়ের গ্যাড়াকলে বন্দী। ছবিটি শুরু হয়েছে ২০১৯ সালে। এখন চলছে ২০২১। এছাড়া জাহারা মিতু আরেকটি ছবি করছেন কলকাতার দেবের সঙ্গে। দেবও নিজ দেশেই এখন আর প্রত্যাশিত তারকা নন। বয়সের কারণেও তিনি অনেকটা ¤্রয়িমান হয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে জাহারা মিতুর ক্যারিয়ার কেমন হবে সেটাই হলো ভাবনার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়