শিরোনাম
◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৪:১৮ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তি পাচ্ছে 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই'

বিনোদন ডেস্ক : 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই'। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে একটি জাতির মুক্তির অগ্রনায়ক হয়ে উঠলেন তাই উঠে এসেছে এ চলচ্চিত্রে। মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে হয়ে গেলো ছবিটির প্রিমিয়ার শো। ২ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে চলচ্চিত্রটি।

উর্দু তখন নিঃশ্বাস ফেলছে বাংলার ঘাড়ে। বাংলা বধ করে রাষ্ট্রভাষার জায়গা নেবে ভিনদেশি উর্দু। ফুঁসে ওঠে ছাত্রসমাজ। নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

গোপালগঞ্জের অজপাড়াগাঁ টুঙ্গিপাড়া থেকে জাতীয় নেতা হবার আগে মুজিবের বেড়ে উঠা নিয়ে নির্মিত ছবি টুঙ্গিপাড়ার মিয়াভাই। মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে ছবিটির প্রিমিয়ার শো শেষে মুগ্ধতা প্রকাশ করেন দর্শকরা।

এক দর্শক বলেন, 'বঙ্গবন্ধু কিভাবে ছাত্র থেকে রাজনীতিবিদ হয়ে উঠলেন এই সিনেমার মাধ্যমে দেখেছি। সিনেমাটি খুবই ভাল লেগেছে।'

ছবিটিতে, তরুণ বঙ্গবন্ধুর চরিত্র ফুটিয়ে তুলেছেন শান্ত খান। যেখানে বেগম মুজিবের চরিত্রে অভিনয় করেছেন দিঘী। তরুণ মুজিবের চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে কীভাবে তৈরী করেছিলেন শান্ত খান?

অভিনেতা শান্ত খান বলেন, 'আমি অনেক ধরেই এটা নিয়ে রিসার্চ করছিলাম, এটা নিয়ে ভাবছিলাম। এরমধ্যে আমি আরও ছবিতে অভিনয় করি। তারপর অনেক কষ্ট করে, অনেক সাধনার পরে এই চরিত্রে অভিনয় করেছি। এরকম একটা চরিত্রে অভিনয় করে নিজের কাছে অনেক ভাল লাগছে। আশা করি সবার কাছে সিনেমাটি অনেক ভাল লাগবে।'

শাপলা মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন সেলিম খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়