শিরোনাম
◈ উখিয়া–টেকনাফ সীমান্ত দিয়ে আবারও ২৪ রোহিঙ্গার অনুপ্রবেশ, বাড়ছে স্থানীয়দের উদ্বেগ ◈ বাংলাদেশি ব‌লে গালি দিয়ে বাংলাভাষী ভারতীয় মুসলিম তাড়ানোয় হতাশা ওড়িশায় ◈ শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না  ◈ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি: তারেক রহমান ◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম বিভাগের ওপেনার পিনাক ঘোষের প্রথম দেড়শ

স্পোর্টস ডেস্ক: [২] প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা রান করেই দিন শেষ করেছিলেন পিনাক ঘোষ। দ্বিতীয় দিন মাঠে নেমে চট্টগ্রাম বিভাগের এই ওপেনার প্রথমবারের মতো পার করলেন দেড়শ রানের কোটাও। তাতে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে ঢাকা মেট্রোপলিটনের বিপক্ষে ৮ উইকেটে ৪০২ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

[৩] কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারালেও ঢাকা মেট্রোর হয়ে প্রতিরোধ গড়েন শামসুর রহমান ও জাবিদ হোসেন। ৬৮ রানে শামসুরের উইকেট পড়লে দুজনের ১১৮ রানের জুটি ভাঙে। পরের ওভারে অধিনায়ক মার্শাল আইয়ুব (২) বিদায় নেন। জাবিদ ষষ্ঠ ফিফটির হাতছানি নিয়ে দিন শেষ করেছেন। ৪৬ রানে অপরাজিত এই ওপেনার। তাকে সঙ্গ দিতে নেমে ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি আল আমিন। ৩ উইকেটে ১৩২ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ঢাকা মেট্রো। এখনও ২৭০ রানে এগিয়ে চট্টগ্রাম।

[৪] ৮৮ রানে রংপুর বিভাগকে প্রথম রাউন্ডে হারানো চট্টগ্রাম মঙ্গলবার ৩০ মার্চ মাঠে নামে ৪ উইকেটে ২৮১ রানে। পিনাক ১৩৭ রানে আর শাহাদাত হোসেন ৩২ রানে দিন শুরু করেন। দলীয় ২১৪ রানে তারা ক্রিজে জুটি বাঁধেন। দুজনে মিলে ১০৮ রান তোলেন স্কোরবোর্ডে। ৩০২ বলে ১৪ চার ও ২ ছয়ে ১৫৯ রান করে আরাফাত সানির কাছে বোল্ড হন পিনাক। তার পর শাহাদাতকেও ৫৩ রানে সাজঘরের পথ দেখান মানিক খান।

[৫] পরে ইরফান শুক্কুর (২২), মেহেদী হাসান রানা (১৬) ও নাঈম হাসানের (২৭) অপরাজিত ইনিংসে দল চারশ পেরোতেই ইনিংস ঘোষণা করেন চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল হক।

ঢাকা মেট্রোর পক্ষে আরাফাত সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি উইকেট পান শহীদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়