শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম বিভাগের ওপেনার পিনাক ঘোষের প্রথম দেড়শ

স্পোর্টস ডেস্ক: [২] প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা রান করেই দিন শেষ করেছিলেন পিনাক ঘোষ। দ্বিতীয় দিন মাঠে নেমে চট্টগ্রাম বিভাগের এই ওপেনার প্রথমবারের মতো পার করলেন দেড়শ রানের কোটাও। তাতে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে ঢাকা মেট্রোপলিটনের বিপক্ষে ৮ উইকেটে ৪০২ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

[৩] কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারালেও ঢাকা মেট্রোর হয়ে প্রতিরোধ গড়েন শামসুর রহমান ও জাবিদ হোসেন। ৬৮ রানে শামসুরের উইকেট পড়লে দুজনের ১১৮ রানের জুটি ভাঙে। পরের ওভারে অধিনায়ক মার্শাল আইয়ুব (২) বিদায় নেন। জাবিদ ষষ্ঠ ফিফটির হাতছানি নিয়ে দিন শেষ করেছেন। ৪৬ রানে অপরাজিত এই ওপেনার। তাকে সঙ্গ দিতে নেমে ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি আল আমিন। ৩ উইকেটে ১৩২ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ঢাকা মেট্রো। এখনও ২৭০ রানে এগিয়ে চট্টগ্রাম।

[৪] ৮৮ রানে রংপুর বিভাগকে প্রথম রাউন্ডে হারানো চট্টগ্রাম মঙ্গলবার ৩০ মার্চ মাঠে নামে ৪ উইকেটে ২৮১ রানে। পিনাক ১৩৭ রানে আর শাহাদাত হোসেন ৩২ রানে দিন শুরু করেন। দলীয় ২১৪ রানে তারা ক্রিজে জুটি বাঁধেন। দুজনে মিলে ১০৮ রান তোলেন স্কোরবোর্ডে। ৩০২ বলে ১৪ চার ও ২ ছয়ে ১৫৯ রান করে আরাফাত সানির কাছে বোল্ড হন পিনাক। তার পর শাহাদাতকেও ৫৩ রানে সাজঘরের পথ দেখান মানিক খান।

[৫] পরে ইরফান শুক্কুর (২২), মেহেদী হাসান রানা (১৬) ও নাঈম হাসানের (২৭) অপরাজিত ইনিংসে দল চারশ পেরোতেই ইনিংস ঘোষণা করেন চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল হক।

ঢাকা মেট্রোর পক্ষে আরাফাত সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি উইকেট পান শহীদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়