ফেসবুক থেকে: [২] বাংলাদেশের এক সময়ের দুর্দান্ত ক্রিকেটার আল শাহরিয়ার রোকনের দেশের অভিষেক টেস্টের একাদশে ছিলেন। দেশের হয়ে ১৫টি টেস্টের সঙ্গে খেলেছেন ২৯টি ওয়ানডে। সেই রোকন অনেকদিন ধরেই নিউজিল্যান্ডে বাস করছেন। মঙ্গলবার (৩০মার্চ) যিনি বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে সপরিবারে হাজির হলেন নেপিয়ারের গ্যালারিতে।
[৩] রোকন তার ফেইসবুক আইডিতে বাংলাদেশের খেলা দেখার ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে রোকন, তার স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে গ্যালারিতে। তাদের চার জনের মাথাতেই বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ।
[৪] দারুণ প্রতিভা নিয়ে বাংলাদেশের ক্রিকেটে আবির্ভাব হয়েছিল রোকনের। যদিও প্রতিভার বিকাশ তিনি ঘটাতে পারেননি। ১৫ টেস্টে ৪ ফিফটিতে ৬৮৩ রান তার। ২৯ ওয়ানডেতে ২ ফিফটিতে করেছেন ৩৭৪ রান।
[৫] ২০০৩ সালে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের পর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি ডানহাতি স্টাইলিশ ব্যাটার। তবে ২০০৭ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে খেলে গেছেন। ৬৮ টি ফার্স্ট ক্লাস ও ৯৬টি লিস্ট ‘এ’ ম্যাচ তার নামের পাশে।
[৬] নিউজিল্যান্ডে রোকান থাকেন নেপিয়ারেই। সেখানে একটি ক্রিকেট দলের কোচ হিসেবে যুক্ত রয়েছেন ৪২ বছর বয়সী। বাংলাদেশ নিউজিল্যান্ডে খেলতে গেলে রোকন প্রায়ই ছুটে যান অনুজদের খেলা দেখতে।