শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৩:৩৯ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর বাজারে তরমুজ, বেল, আনারস ও পেঁপেসহ গরমের রসালো ফল

শাহীন খন্দকার: [২] ঢাকা শহরের পাইকারী, খুচরা বাজারসহ পাড়া-মহল্লায় গরমের সব রসালো ফলের ছড়াছড়ি। বাজারভরা তরমুজ বেলসহ অন্যান্য ফলের দামে কমতি নেই, তার পরেও ক্রেতারা নিচ্ছেন, বছরের ফল বলে কথা। কারওয়ান বাজার, কৃষি বাজার, যাত্রাবাড়ীরসহ পাড়ার প্রতিটি অলিতে-গলিতে রাস্তার ওপরে, ভ্যানে বিক্রি হচ্ছে প্রতি কেজি তরমুজ ৩০ থেকে ৫০ টাকায়। আর বেল বিক্রি হচ্ছে প্রতি পিচ ৪০ থেকে ২শ’ টাকায়।

[৩] ব্যবসায়ীও খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে আড়ৎদার থেকে ১শ’ হিসাবে তরমুজ পাইকারী দরে কিনে থাকেন একহাজার থেকে ১৫শ টাকায়। আর খুচরা বাজারে বিক্রি করছে কেজি দরে । খুচরা ব্যবসায়িরা বেশি মুনাফার আশা ঐক্য হয়ে কেজি দরে তরমুজ বিক্রি করছেন।

[৪] ব্যবসায়ীরা জানিয়েছেন, একটি তরমুজের ওজন ৫ কেজি থেকে ১৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। কৃষিবাজারের খুচরা তরমুজ বিক্রেতা শৈকত হোসেন জানালেন, বাজারে ফরিদপুরের আর মানিগঞ্জের ও পাবনা-সিরাজগঞ্জের তরমুজ আর বেল মানিকগঞ্জের, গাজিপুর, কালিয়াকৈরসহ বিভিন্ন জেলা থেকে আসছে। আনারস আসছে রাঙামাটি, মধুটিলা, চট্টগ্রাম, বান্দরবান স্বল্প বিস্তর আসছে মধুপুর থেকে। ছোট সাইজের আনারস ২০ থেকে ৩০টাকা আর বড় সাইজের একপিচ আনারস বিক্রি হচ্ছে ১শ’ থেকে ১৫০ টাকায়।

[৫] পেপের বড় চালান, আসছে রাঙামাটি, বান্দরবনসহ মধুপুর ও ফরিদপুর থেকে ব্যবসায়ীরা জানালেন। পেপে কেজিতে বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৬০ টাকা কেজি। রাজধানীর মোহম্মদপুর, কৃষিমার্কেট টাউনহল, শেখেরটেক কারওয়ানবাজার, তেজগাঁও বেগুনবাড়ি বাজার ঘুরে এচিত্র দেখা যায়।

[৬] ক্রেতারা বলছেন, বিক্রেতারা অধিক মুনাফায় বিক্রি করছে তরমুজ ও বেল, আনারস, পেপেঁসহ ডাব গত বছরও এমনভাবে কেজি দরে তরমুজ বিক্রি করতে দেখা যায়নি। ব্যবসায়ীরা জানিয়েছেন, একটি তরমুজ মোটামুটি ৫ কেজি থেকে ১৫ কেজি পর্যন্ত হয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়