শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনায় ৭৯ জনকে আসামী করে মামলা

জুলফিকার আমীন : [১] পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রথম ধাপের আসন্ন ইউপি নির্বাচনে বেতমোর রাজপাড়া ইউনিয়নের আ’লীগ প্রার্থী দেলোয়ার হোসেন আকনের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলামের ১৫ জন কর্মী আহত হওয়ার ঘটনায় ৭৯ জন জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে।

[২] স্বতন্ত্র প্রার্থীর কর্মী মনির হোসেন বাদী হয়ে আলমগীর হোসেন (৩৫) কে প্রধান আসামী করে ৩৯ নামীয় ও অজ্ঞাতনামা ৫০ জনকে আসামী করে রোববার রাতে মামলাটি দায়ের করেন।

[৩] আহত ও মামলা সূত্রে জানাগেছে, গত শনিবার সকালে উপজেলার বেতমোর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলামের নেতৃত্বে কর্মীদের নিয়ে নির্বাচনী প্রাচারণায় বের হলে স্থানীয় বেতমোর হাইস্কুলের পুকুর সংলগ্ন রাস্তায় আসা মাত্র আ’লীগ প্রার্থীর কর্মী সন্ত্রাসী আলমগীরের নেতৃত্বে ৭৫/৮০ জনের একটি দল পিস্তল, রামদা ও দেশীয় অস্ত্রসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থদের উপর অর্তকিত হামলা চালায়।

[৪] এসময় স্বতন্ত্র প্রার্থীর অন্ততঃ ১৫ জন কর্মী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধারে এগিয়ে আসলে সন্ত্রাসী আলমগীর পিস্তল উঁচিয়ে তার দলবল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

[৫] মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মামলার সত্যতা স্বীকার করে জানান, এঘটনায় আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়