শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৭:৪৭ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় দলের তরুণ তুর্কিকে বিরল প্রতিভা আখ্যা দিলেন ইংল্যান্ডের ইয়ান বেল

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, ওয়ান ডে ও টি-২০, তিন ফর্ম্যাটের সিরিজেই ব্যাট হাতে দুরন্ত পারফর্ম্যান্স উপহার দেন ঋষভ পন্ত। অবশ্য শুধু ইংল্যান্ডের বিরুদ্ধেই নয়, বরং তার আগে অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজ থেকেই অবিশ্বাস্য ব্যাটিং করছেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান।

[৩] পন্তের আগ্রাসী ব্যাটিং ও বড় শট নেওয়ার দক্ষতা শুরু থেকেই প্রশংসিত হচ্ছে। তবে শুরুর দিকে পন্তের ব্যাটিংকে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হতো। অকারণে উইকেট ছুঁঁড়ে দিয়ে আসার প্রবণতার জন্যই ধারাবাহিকতা দেখাতে পারতেন না পন্ত। তবে অস্ট্রেলিয়া সফর থেকে পরপর চারটি সিরিজে যে রকম দায়বদ্ধতা দেখিয়েছেন পন্ত, তাতে তাকে অনেক পরিণত মনে হয়েছে বিশেষজ্ঞদের।

[৪] ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ইয়ান বেলও আপ্লুত পন্তের ব্যাটিংয়ে। তিনি তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানকে বিরল প্রতিভা আখ্যা দিতে কুণ্ঠা বোধ করলেন না। বেল বলেন, তিন ফর্ম্যাটেই ওর (পন্তের) অসাধারণ সিরিজ গেলো। ওর মধ্যে যথার্থ ঠাণ্ডা মাথার ব্যাটসম্যানকে লক্ষ্য করলাম। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ ব্যাটিং, অকারণ বড় শট নেওয়া বা এমন কিছু নয়। বরং ও ক্রমাগত প্রান্ত বদল করছিলো। এটা বুঝতে পারছি যে, বোলারদের মাথায় এই ভাবনাই কাজ করছিল যে, যদি খারাপ বল পায়, তবে পন্ত শাস্তি দেবে। এই সিরিজে ওকে অত্যন্ত পরিণত মনে হয়েছে। টেস্ট ম্যাচের সেঞ্চুরি ওকে আবার আত্মবিশ্বাস জুগিয়েছে।

[৫] বেল আরও বলেন, ওকে ছাড়া কোনও ভারতীয় দল এই মুহূর্তে আমার ভাবনার বাইরে। ওর মধ্যে বিরল প্রতিভা রয়েছে। ওর সফল ক্যারিয়ার গড়ে তোলার এই মাত্র শুরু। একজন যথার্থ ম্যাচ উইনারকে ব্যাট করতে দেখে অসাধারণ লাগে। - ইন্ডিয়ানএক্সপ্রেস/ হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়