শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অমর একুশে বইমেলায় জবি প্রকাশিত দুটি গ্রন্থের মোড়ক উম্মোচন

অপূর্ব চৌধুরী: [২] অমর একুশে বইমেলা ২০২১- এ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃক প্রকাশিত দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার (২৮ মার্চ) বিকাল পাঁচটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টলের সামনে মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়।

[৩] এসময় প্রধান অতিথি হিসেবে গ্রন্থসমূহের মোড়ক উম্মোচন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

[৪] অনুষ্ঠানে বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস-এর 'সাব-অল্টার্ন তত্ত্ব: উদ্ভব, বিকাশ ও প্রভাব' এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল-এর 'বঙ্গবন্ধুর বাকশাল কর্মসূচি: কুরআন-সুন্নাহর আলোকে একটি মূল্যায়ন' গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয় ।

[৫] এসময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.নূরে আলম আব্দুল্লাহ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষার্থী,কর্মকর্তা,ছাত্র ও সাংবাদিক নেতৃবৃন্দ।

[৬] উল্লেখ্য, ২০১৭ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রায় ১৭টি গবেষণাধর্মী পান্ডুলিপি পুস্তক আকারে প্রকাশ করেছে এবং আরো বেশ কয়েকটি পাণ্ডুলিপি প্রকাশের প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়